Bhorer Kagoj logo
ঢাকা, শনিবার, ১৭ই নভেম্বর, ২০১৮ ইং | ৩রা অগ্রহায়ণ, ১৪২৫ বঙ্গাব্দ | ৮ই রবিউল-আউয়াল, ১৪৪০ হিজরী

কোরিওগ্রাফার শাহেদ, উঠতি মডেল প্রভা


প্রকাশঃ ০৫-০৭-২০১৫, ১:৪০ অপরাহ্ণ | সম্পাদনাঃ ০৫-০৭-২০১৫, ১:৪০ অপরাহ্ণ

Binodonঅনলাইন প্রতিবেদক : কমিশন সবখানেই আছে। ব্যবসা-বাণিজ্য, চাকরি সকল ক্ষেত্রে এ কমিশন শব্দটি নেতিবাচক অর্থেই ব্যবহৃত হয়। যেমনটি ‘কমিশন’ নাটকে।

এতে ম্যাক চরিত্রটি তার শিক্ষার্থীদেরকে কাজের ব্যবস্থা করে দেয়। বিনিময়ে তাদের কাছ থেকে কমিশন আদায় করে। এজন্য আশ্রয় নেয় নানা ছলাকলার। ম্যাক একজন কোরিওগ্রাফার। এ চরিত্রে অভিনয় করেছেন শাহেদ শরীফ খান।
inner_Binodon
‘কমিশন’-এ প্রভাও আছেন। তার চরিত্র একজন উঠতি মডেলের। আরও আছেন চিত্রলেখা গুহ ও মুনিয়া ইসলাম। নাটকটি লিখেছেন আহসান হাবিব, পরিচালনায় খায়রুল পাপন।

নাটকটির দৃশ্যধারণ শেষ। এবারের রোজার ঈদে একুশে টিভিতে প্রচার হবে এটি।পাঠকের মতামত...

Top