Bhorer Kagoj logo
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ই জুলাই, ২০১৯ ইং | ৩রা শ্রাবণ, ১৪২৬ বঙ্গাব্দ | ১৪ই জিলক্বদ, ১৪৪০ হিজরী

রোহিণী কান্ত রায়ের তিনটি কবিতা


প্রকাশঃ ০৩-০১-২০১৭, ৪:০২ অপরাহ্ণ | সম্পাদনাঃ ০৩-০১-২০১৭, ৪:০২ অপরাহ্ণ

12কাগজ অনলাইন ডেস্ক:

হ্যাপি নিউ ইয়ার এবং আমরা

স্মার্ট ফোনটির মতোই
কত জানা-অজানা গোপন ফোল্ডার
এই মনের ভেতর টের পাই
ইচ্ছে করলেই নোংরা ফোল্ডারটিকে
হ্যাপি নিউ ইয়ারের শপথে
ব্লক মেরে দিতে পারি কিংবা ডিলেট
সেটা ফোনের কিংবা মনের
কিন্তু দেই না
হ্যাপি নিউ ইয়ারে আলোকিত জীবনের আশীর্বাদে
সিক্ত হয়েও সযত্নে লালন করছি
মেধা ও মননে এই সব নোংরামি
সাধুতার শুভ্র প্রচ্ছদে…

****

আমার ভক্কর-চক্কর জীবনের সরল অনুবাদ

পোশাক ও প্রসাধনীর আঁতাতে
নন্দন-তত্ত্ব ফুটিয়েছি কুৎসিত শরীরে
মেধা ও মননের যতো নোংরামি
ঢেকে রাখি সাধুতার অভিনয়ে
আর আলস্যের ব্যর্থতা সব অজুহাতে
এই আমার ভক্কর-চক্কর জীবনের
সরল অনুবাদ।

****

সবার গোচরে-অগোচরে

সবার গোচরে
খুব করে
কাদায় নেমে
কাদা ঘাটতে
এই কাদা গায়ে মাখতে
খুব ভালোলাগে…
কিন্তু কাদার একটি ছিটাও
গায়ে লাগা কেউ দেখুক,
গায়ে লাগা কেউ লেখুক
এ ব্যাপারে মন
ফোঁড়া টনটন
থাক না নিপাক কাজ সব ঢাকা
গোপন পাসওয়ার্ডের নিবিড় আঁধারে।
তারপর সাধ জাগে
খুব করে সাধু সেজে
সাধুতার শুভ্রতা ছড়াই
সবার নজরে।পাঠকের মতামত...

Top