Bhorer Kagoj logo
ঢাকা, বৃহস্পতিবার, ২২শে আগস্ট, ২০১৯ ইং | ৭ই ভাদ্র, ১৪২৬ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ্জ, ১৪৪০ হিজরী

যুক্তরাষ্ট্রে ফের বাংলাদেশি হত্যা করে ডাকাতি


প্রকাশঃ ২৫-০১-২০১৭, ২:০৭ অপরাহ্ণ | সম্পাদনাঃ ২৫-০১-২০১৭, ২:০৭ অপরাহ্ণ

muhit-khandkerকাগজ অনলাইন ডেস্ক: লস অ্যাঞ্জেলেসের পর এবার যুক্তরাষ্ট্রের ওকলাহোমার এক গ্যাস স্টেশনে এক বাংলাদেশি কর্মীসহ দুইজনকে গুলি করে হত্যা ও ডাকাতির ঘটনা ঘটেছে।

নিহত দুজনের মধ্যের বাংলাদেশি নাগরিক খন্দকার মুহিতের (৪৬) বাড়ি ফরিদপুরে। গত কয়েকবছর ধরে ওকলাহোমার তুলসা এলাকায় স্ত্রী, ১৫ বছর বয়সী মেয়ে ও দশ বছর বয়সী এক ছেলেকে নিয়ে বসবাস করছিলেন তিনি।

পুলিশ জানিয়েছে, রোববার সন্ধ্যায় সেপুলপা শহরের মেইন স্ট্রিট অ্যান্ড বার্নহ্যাম অ্যাভিনিউয়ে একটি গ্যাস স্টেশনের কনভেনিয়েন্স স্টোরে কাজ করার সময় মুহিতকে গুলি করে হত্যা করা হয়।

সেপুলপা পুলিশের মেজর মাইক রিড জানান, মুহিতকে হত্যার পর অস্ত্রধারী ব্যক্তি দোকানের ক্যাশবাক্স হাতিয়ে নেয় এবং পরে ওই স্টোরের এক গ্রাহককে গুলি করে হত্যা করে।

রবার্ট ফিল্ডস (৪০) নামের ওই ব্যাক্তি সেপুলপা শহরেরই বাসিন্দা ছিলেন।

এ ঘটনায় জড়িত সন্দেহে হিথ হেনি (৩৭) নামে একজনকে সোমবার সকালে ডিজনি ওকলাহোমা  থেকে আটক করা হয়েছে।

পাঁচ দিন আগে লস অ্যাঞ্জেলেসের একটি গ্যাস স্টেশনে কাজ করার সময় চাপাইনবাবগঞ্জের মিজানুর রহমানকে (৩২) গুলি করে হত্যা ও ডাকাতির ঘটনা ঘটে।

ওই ঘটনায় সোমবার ক্যালিফোর্নিয়ার লং বিচ বিমানবন্দর থেকে এক ব্যক্তিকে আটক করে লস অ্যাঞ্জেলেস পুলিশ।পাঠকের মতামত...

Top