Bhorer Kagoj logo
ঢাকা, সোমবার, ১৭ই জুন, ২০১৯ ইং | ৩রা আষাঢ়, ১৪২৬ বঙ্গাব্দ | ১৩ই শাওয়াল, ১৪৪০ হিজরী

জুকারবার্গ দম্পতির বসন্ত উৎসব


প্রকাশঃ ২৮-০১-২০১৭, ১২:২৩ অপরাহ্ণ | সম্পাদনাঃ ২৮-০১-২০১৭, ১২:২৩ অপরাহ্ণ

mark20170128120431কাগজ অনলাইন প্রতিবেদক: চীনা বসন্ত উৎসব উদযাপন করছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ও তার স্ত্রী প্রিসিলা চ্যান।

সবাইক চীনা বসন্ত উৎসবের শুভেচ্ছা জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়ে জুকারবার্গ লিখেছেন, ডামপ্লিং বানিয়ে প্রিসিলা আর আমি বসন্ত উদযাপন করছি।

এই পোস্টের সঙ্গে সেটি বানানোর একটি ছবিও জুড়ে দিয়েছেন জুকারবার্গ। ছবিতে দেখা যাচ্ছে জুকারবার্গ ছাই রঙের টিশার্ট পড়ে আছেন। স্ত্রী প্রিসিলার সঙ্গে দাঁড়িয়ে কাজ করছেন তিনি। তাদের সামনের টেবিলে ছড়িয়ে-ছিটিয়ে আছে রান্নার সামগ্রী।

ওই পোস্টে জুকারবার্গ আরো লিখেছেন, আমি বাজি ধরছি কেউ বলতে পারবে না কোনটা আমার বানানো আর কোনটা প্রিসিলার।

সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করা পোস্টের শেষে একটু চীনা ভাষাও জুড়ে দিয়েছেন জুকারবার্গ।পাঠকের মতামত...

Top