Bhorer Kagoj logo
ঢাকা, বৃহস্পতিবার, ২২শে আগস্ট, ২০১৯ ইং | ৭ই ভাদ্র, ১৪২৬ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ্জ, ১৪৪০ হিজরী

জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ডের ইপিইউ ৩৫ পয়সা


প্রকাশঃ ৩০-০১-২০১৭, ১২:৫৮ অপরাহ্ণ | সম্পাদনাঃ ৩০-০১-২০১৭, ১২:৫৮ অপরাহ্ণ

18

কাগজ অনলাইন প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ফার্স্ট জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড হিসাব বছরের প্রথম ৬ মাসে ইউনিট প্রতি আয় (ইপিইউ) করেছে ৩৫ পয়সা। আগের বছর একই সময় ফান্ডটির ইউনিট প্রতি আয় ছিল ৩১ পয়সা।

ফান্ডটির অর্ধবার্ষিকী প্রান্তিকের (জুলাই-ডিসেম্বর, ২০১৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য বেরিয়ে আসে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)  সূত্রে জানা গেছে, গত ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর, ২০১৬) ফান্ডটি ইউনিট প্রতি আয় করেছে ৭ পয়সা। আগের বছর ফান্ডটি ইউনিট প্রতি আয় করেছিল ৯ পয়সা।

৩১ ডিসেম্বর ২০১৬ সমাপ্ত হিসাব অনুযায়ী, ইউনিট প্রতি প্রকৃত সম্পদ মূল্য (মার্কেট প্রাইস) হয়েছে ১১ টাকা ২ পয়সা। আলোচ্য সময়ে ইউনিট প্রতি প্রকৃত সম্পদ মূল্য (কস্ট প্রাইস) হয়েছে ১০ টাকা ৭৩ পয়সা।

৩০ জুন ২০১৬ সমাপ্ত হিসাব অনুযায়ী ইউনিট প্রতি প্রকৃত সম্পদ মূল্য (মার্কেট প্রাইস) হয়েছে ১১ টাকা ১৯ পয়সা। আলোচ্য সময়ে ইউনিট প্রতি প্রকৃত সম্পদ মূল্য (কস্ট প্রাইস) হয়েছে ১০ টাকা ৮৪ পয়সা।পাঠকের মতামত...

Top