Bhorer Kagoj logo
ঢাকা, বৃহস্পতিবার, ২২শে আগস্ট, ২০১৯ ইং | ৭ই ভাদ্র, ১৪২৬ বঙ্গাব্দ | ১৯শে জিলহজ্জ, ১৪৪০ হিজরী

অস্ট্রিয়া ট্যুরে একসঙ্গে সালমান-ক্যাটরিনা


প্রকাশঃ ০১-০২-২০১৭, ৯:৩১ অপরাহ্ণ | সম্পাদনাঃ ০১-০২-২০১৭, ৯:৩১ অপরাহ্ণ

kat manকাগজ অনলাইন ডেস্ক: সালমান-ক্যাটরিনার সম্পর্ক জানেন না, এমন সিনেপ্রেমীদের খুঁজে পাওয় দায়। তাদের নিয়ে আজোবধি কম গসিপ হয়নি। তবে এ বিষয়ে কথাবার্তা বলার ব্যাপারে সালমান বরাবরই ছিলেন উদাসীন।

তাদের নিয়ে নতুন খবর প্রকাশিত হয়েছে ভারতীয় গণমাধ্যমে। এবার তাঁরা একসঙ্গে অস্ট্রিয়া যাচ্ছেন। কেন জানেন?

‘পার্টনার’, ‘এক থা টাইগার’ এর মতো বেশ কিছু হিট ছবির পর ফের অনস্ক্রিন দেখা যাবে এই জুটিকে। সৌজন্যে পরিচালক আলি আব্বাস জাফরের ‘টাইগার জিন্দা হ্যায়’। আগামী মার্চে শুরু হবে ছবির শুটিং। শোনা যাচ্ছে, তার কাজেই একসঙ্গে অস্ট্রিয়া যাবেন সালমান-ক্যাটরিনা।

এক ভারতীয় ও এক পাক গুপ্তচরের প্রেম নিয়ে এ ছবির চিত্রনাট্য লেখা হয়েছে। ঠিক পাঁচ বছর পর ফের পর্দায় সালমান-ক্যাটরিনাকে দেখা যাবে। হিন্দুস্তান টাইমস।পাঠকের মতামত...

Top