Bhorer Kagoj logo
ঢাকা, বৃহস্পতিবার, ১৭ই জানুয়ারি, ২০১৯ ইং | ৪ঠা মাঘ, ১৪২৫ বঙ্গাব্দ | ১০ই জমাদিউল-আউয়াল, ১৪৪০ হিজরী

ডু প্লেসিস-মিলারের সেঞ্চুরিতে প্রোটিয়াদের সংগ্রহ ৩০৭


প্রকাশঃ ০১-০২-২০১৭, ৯:৫৭ অপরাহ্ণ | সম্পাদনাঃ ০১-০২-২০১৭, ৯:৫৭ অপরাহ্ণ

south-africa-cricket-teamকাগজ অনলাইন ডেস্ক: দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কা পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ছয় উইকেট হারিয়ে ৩০৭ রান সংগ্রহ করেছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ফলে, জিততে হলে শ্রীলঙ্কাকে করতে হবে ৩০৮ রান।

ডারবানের কিংসমিডে অনুষ্ঠিত ম্যাচটিতে এদিন দক্ষিণ আফ্রিকার পক্ষে সেঞ্চুরি করেন ফাফ ডু প্লেসিস ও ডেভিড মিলার। ১০৫ রান করে আউট হন ফাফ ডু প্লেসিস। আর ১১৭ রান করে অপরাজিত থাকেন ডেভিড মিলার।

শ্রীলঙ্কার পক্ষে সুরঙ্গা লাকমল ২টি, নুয়ান কুলাসেকারা ১টি, ধনঞ্জয়া ডি সিলভা ১টি, লক্ষণ সান্দাকান ১টি ও সাচিথ পাথিরানা ১টি করে উইকেট নেন। সিরিজের প্রথম ম্যাচে আট উইকেটে জিতেছিল দক্ষিণ আফ্রিকা।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা: ৩০৭/৬ (২০ ওভার)

(হাশিম আমলা ১৫, কুইন্টন ডি কক ১৭, ফাফ ডু প্লেসিস ১০৫, এবি ডি ভিলিয়ার্স ৩, জেপি ডুমিনি ১১, ডেভিড মিলার ১১৭*, ক্রিস মরিস ২৬, ওয়েনি পারনেল ২*; সুরঙ্গা লাকমল ২/৫৪, নুয়ান কুলাসেকারা ১/৭৬, ধনঞ্জয়া ডি সিলভা ১/৪২, লক্ষণ সান্দাকান ১/৫১, সাচিথ পাথিরানা ১/১৯)পাঠকের মতামত...

Top