Bhorer Kagoj logo
ঢাকা, সোমবার, ১৬ই সেপ্টেম্বর, ২০১৯ ইং | ১লা আশ্বিন, ১৪২৬ বঙ্গাব্দ | ১৬ই মুহাররম, ১৪৪১ হিজরী

সঙ্গী পাচ্ছেন না সোনাক্ষী


প্রকাশঃ ০৩-০২-২০১৭, ১:০০ অপরাহ্ণ | সম্পাদনাঃ ০৩-০২-২০১৭, ১:০০ অপরাহ্ণ

Sonakshi_Sinha2017020308095কাগজ বিনোদন ডেস্ক: অভিনেত্রী সোনাক্ষী সিনহা। সিনেমার পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে হাজির হন তিনি। সম্প্রতি ল্যাকমি ফ্যাশন উইকেও হাজির হয়েছিলেন এ অভিনেত্রী।

এদিকে, নির্মাতা করন জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করন’-এ অনেক তারকাকে দেখা গেলেও দেখা মেলেনি সোনাক্ষীর। আর সঙ্গীর অভাবেই নাকি এখন পর্যন্ত এ অনুষ্ঠানে যেতে পারেননি তিনি।

এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে সোনাক্ষী বলেন, ‘অনুষ্ঠানে কার সঙ্গে যাব এ বিষয়ে করন ও আমি অনেকক্ষণ আলোচনা করেছি, কিন্তু এ নিয়ে আমরা দুজনই দ্বিধায় আছি। দুজনই এ নিয়ে চিন্তা করছি, তবে এখনো কাউকে খুঁজে পাইনি।’

সোনাক্ষী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ফোর্স-টু। এতে জন আব্রাহামের বিপরীতে অভিনয় করেছেন তিনি। এ অভিনেত্রীর পরবর্তী সিনেমা নূর। বর্তমানে এ সিনেমার শুটিং করছেন তিনি। চলতি বছরের এপ্রিলে সিনেমাটি মুক্তির কথা রয়েছে।পাঠকের মতামত...

Top