সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে তেঁতুলিয়া
কাগজ ডেস্ক
প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ১০:২০ এএম
ছবি : সংগৃহীত
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বেড়েই চলেছে শীতের তীব্রতা। রোববার (৭ ডিসেম্বর) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। এর আগের দিন শনিবারও একই তাপমাত্রা রেকর্ড হয়েছিল, যা চলতি মৌসুমের দেশের সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে উল্লেখ করা হচ্ছে।
স্থানীয়দের দাবি, সারাদিনই শীতল আবহাওয়া বিরাজ করছে এবং বিকেলের শেষদিকে শীতের দাপট আরো বেড়ে যায়।
এদিকে তীব্র শীতজনিত রোগে আক্রান্ত হয়ে হাসপাতালগুলোর বহির্বিভাগে রোগীর সংখ্যা প্রতিদিনই বাড়ছে। চিকিৎসকদের মতে, রোগীদের বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। যারা গুরুতর অসুস্থ হচ্ছেন, কেবল তারাই হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
আরো পড়ুন : লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান জানান, শীতার্ত মানুষের সাহায্যে কাজ করাকে তারা অগ্রাধিকার দিচ্ছেন। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে শীতবস্ত্র সহায়তার জন্য ইতোমধ্যে ৩০ লাখ টাকা বরাদ্দ পাওয়া গেছে। এই বরাদ্দ থেকে জেলার পাঁচটি উপজেলার ৪৩টি ইউনিয়নে ইতোমধ্যেই ৮ হাজার ৬৪০টি কম্বল বিতরণ করা হয়েছে।
