×

রাজস্ব

ঢাকা কাস্টমস হাউসে বেপরোয়া চোরাচালান

সিন্ডিকেটের কবলে সরকার হারাচ্ছে শত শত কোটি টাকার রাজস্ব

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ০১:৩৫ পিএম

সিন্ডিকেটের কবলে সরকার হারাচ্ছে শত শত কোটি টাকার রাজস্ব

ঢাকা কাস্টমস

ঢাকা কাস্টমস হাউসের এয়ার ফ্রেইট ইউনিটকে কেন্দ্র করে এক শক্তিশালী সিন্ডিকেট বেপরোয়া চোরাচালান ও শুল্ক ফাঁকির সাথে জড়িত থাকার গুরুতর অভিযোগ উঠেছে। অসাধু কাস্টমস কর্মকর্তা ও চোরাকারবারীদের এই চক্রের কারণে সরকার প্রতিদিন প্রায় ১০ থেকে ১২ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে বলে জানা গেছে। এর ফলে একদিকে যেমন দেশীয় বাজার আমদানি নিষিদ্ধ ও অবৈধ পণ্যে সয়লাব হয়ে যাচ্ছে, তেমনই প্রতিযোগিতার মুখে টিকতে না পেরে পথে বসতে শুরু করেছেন বৈধ পথে ব্যবসা করা আমদানিকারকরা।

আমদানিকারকদের অভিযোগ, ঢাকা কাস্টমস হাউসের এয়ার ফ্রেইট ইউনিটের ১ নম্বর ডেলিভারি গেট বর্তমানে চোরাচালানের এক নিরাপদ রুটে পরিণত হয়েছে। এই গেট দিয়ে বাণিজ্যিক পণ্যের চালানের আড়ালে খালাস হচ্ছে আমদানি নিষিদ্ধ ইলেকট্রিক সিগারেট, সেক্স টয়, ব্যবহৃত ল্যাপটপ, এমনকি মাদকদ্রব্যের মতো মারাত্মক সামগ্রী। এছাড়াও আমদানি শর্তযুক্ত পণ্য যেমন—মোবাইল ফোন, ওষুধ, ড্রোন, ওয়াকি-টকি এবং অতি উচ্চ শুল্কযুক্ত পণ্য—যেমন মোবাইল ফোনের এলসিডি ও সানগ্লাস, কোনো প্রকার ঘোষণা বা আইনি প্রক্রিয়া ছাড়াই মিথ্যা ঘোষণার মাধ্যমে ভিআইপি মর্যাদায় খালাস দেওয়া হচ্ছে। এর ফলে সৎ ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং তাদের ব্যবসা বন্ধ হওয়ার উপক্রম হয়েছে।

মোবাইল ফোন চোরাচালানের স্বর্গরাজ্য:

খোঁজ নিয়ে জানা যায়, ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য প্রণীত নতুন ব্যাগেজ রুলস অনুযায়ী, একজন প্রবাসী যাত্রী বছরে একবার কেবল একটি নতুন মোবাইল ফোন এবং সর্বোচ্চ দুটি ব্যবহৃত ফোন আনতে পারবেন। অন্যদিকে, বৈধভাবে মোবাইল ফোন আমদানিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর ছাড়পত্র এবং প্রায় ৫৮.৪% শুল্ক পরিশোধের বিধান রয়েছে। এই জটিল ও ব্যয়বহুল প্রক্রিয়ার সুযোগ নিয়ে চোরাচালান সিন্ডিকেটগুলো আরও সক্রিয় হয়ে উঠেছে।

অভিযোগ রয়েছে, এই সিন্ডিকেটটি চায়না, হংকং, দুবাই, সিঙ্গাপুর ও যুক্তরাষ্ট্র থেকে আসা বাণিজ্যিক চালানের আড়ালে প্রতিদিন প্রায় ২৫০০ থেকে ৩০০০ পিস মোবাইল ফোন কোনো ধরনের শুল্ক ছাড়াই খালাস করছে। এসব মোবাইল ফোনের বিপরীতে সরকারের প্রতিদিন অন্তত ৬ থেকে ৭ কোটি টাকার রাজস্ব ফাঁকি দেওয়া হচ্ছে, যা সরাসরি চলে যাচ্ছে অসাধু কর্মকর্তা ও চোরাকারবারীদের পকেটে।

ভেঙে পড়েছে এলসিডি আমদানি:

মোবাইল ফোন এলসিডি আমদানিকারকদের সাথে কথা বলে জানা যায়, কয়েক মাস আগেও এয়ার ফ্রেইট ইউনিটের ১ নম্বর গেট দিয়ে তাদের প্রতি সপ্তাহে ১০-১২টি চালান খালাস হতো, যা থেকে সরকার সপ্তাহে প্রায় ১৮ থেকে ২০ কোটি টাকা রাজস্ব পেত। বর্তমানে বৈধভাবে এই পণ্য আমদানি করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। প্রতি কেজি মোবাইল ফোন এলসিডিতে ৫০০০ থেকে ৫২০০ টাকা শুল্ক পরিশোধ করার নিয়ম থাকলেও এখন এই আইটেমটির বাজার প্রায় পুরোটাই চোরাকারবারীদের দখলে।

অভিযোগের আঙুল যাদের দিকে:

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সিঅ্যান্ডএফ এজেন্ট ও সৎ কাস্টমস কর্মকর্তার মতে, এই বিশাল দুর্নীতি ও চোরাচালান চক্রের মূল হোতা হিসেবে কাজ করছেন সহকারী রাজস্ব কর্মকর্তা মাজেদ ও এনামুল। বর্তমানে তারা এয়ার ফ্রেইট ইউনিটের ১ নম্বর ডেলিভারি গেটের দায়িত্বে রয়েছেন। অভিযোগ উঠেছে, এই দুই কর্মকর্তা চোরাকারবারীদের কাছ থেকে মোট শুল্ক ফাঁকির ৬০% কমিশন হিসেবে ঘুষ আদায় করেন। পরবর্তীতে সেই অর্থ ডিসি-ফ্রেইট, ডিসি-প্রিভেন্টিভ, শুল্ক গোয়েন্দার এয়ার ফ্রেইট ইউনিট এবং ডিজি ইন্টেলিজেন্সের মধ্যে ভাগাভাগি করা হয় বলে গুরুতর অভিযোগ পাওয়া গেছে।

একাধিক সূত্র দাবি করে যে, এই দুই সহকারী রাজস্ব কর্মকর্তা ঢাকা কাস্টমস হাউজের বর্তমান কমিশনার মোঃ জাকির হোসেনের অত্যন্ত ঘনিষ্ঠ এবং তার জ্ঞাতসারেই এই বিপুল পরিমাণ অর্থের একটি বড় অংশ তার কাছে পৌঁছানো হয়। অভিযোগকারীরা বলছেন, মাজেদ ও এনামুল এতটাই বেপরোয়া যে তারা বাংলাদেশ কাস্টমসের কোনো আইন বা নীতির তোয়াক্কা না করে রাষ্ট্র ও সাধারণ ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি সাধন করে চলেছেন।

এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা প্রধান উপদেষ্টা, অর্থ উপদেষ্টা এবং জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তারা এই চোরাকারবারী সিন্ডিকেটকে অবিলম্বে ধ্বংস করে এর সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন, যাতে বৈধ ব্যবসায়ীরা নির্বিঘ্নে তাদের ব্যবসা পরিচালনা করতে পারেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক, যেসব আলোচনা হলো

যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠক, যেসব আলোচনা হলো

গুড়ের শরবত কেন খাবেন?

গুড়ের শরবত কেন খাবেন?

'আমরা দীর্ঘদিন ধরেই একসঙ্গে আছি', প্রেমের কথা স্বীকার করলেন জয়া

'আমরা দীর্ঘদিন ধরেই একসঙ্গে আছি', প্রেমের কথা স্বীকার করলেন জয়া

৭ মাসে 'মব সন্ত্রাসে' নিহত ১১১: আসক

৭ মাসে 'মব সন্ত্রাসে' নিহত ১১১: আসক

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App