তালায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২২, ০৫:০৫ পিএম

ছবি: ভোরের কাগজ
সাতক্ষীরার তালা উপজেলায় ডাক্তার দেখিয়ে ফেরার পথে ট্রাকের ধাক্কায় তানিয়া খাতুন (২৪) নামে এক গৃহবধূর প্রানহানি ঘটেছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) দুপুরে সাতক্ষীরা জেলার তালা উপজেলার গঙ্গারামপুর এলাকার সাইক্লোন সেন্টারের সামনে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
নিহত তানিয়া খাতুন খুলনার পাইকগাছা উপজেলার বাঁশবুনিয়া গ্রামের সাহেব আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার দুপুরে তালা থেকে ডাক্তার দেখিয়ে ইজিবাইক যোগে বাড়িতে ফিরছিলেন তানিয়া। পথিমধ্যে গঙ্গারামপুর এলাকার সাইক্লোন শেল্টারের সামনে আসলে কপিলমুনি থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী ট্রাক ইজিবাইটিতে ধাক্কা দেয়। ওই সময় ট্রাকের নিচে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু হয়। একই সময়ে তার কোলে থাকা ছোট শিশুটি (৩) গুরুতর আহত হয়। পরবর্তীতে ঘাতক ট্রাকটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় জনতা আটক করে। আহত শিশুটি বর্তমানে তালা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎধীন বলে জানা গেছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী রেজাউল করিম বলেন, ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে।