মগবাজার রেলগেটে গাড়ি দুমড়ে-মুচড়ে চলে গেল ট্রেন

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৪, ০৭:২৮ পিএম

মগবাজার রেলক্রসিংয়ে চলন্ত ট্রেনের ধাক্কায় দুর্ঘটনা। ছবি: ভোরের কাগজ
রাজধানীর মগবাজার রেলক্রসিংয়ে বেশ কয়েকটি গাড়ি দুমড়ে মুচড়ে চলে গেছে ট্রেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সিগন্যালের কারণে ক্রসিংয়ে আটকে পড়ে কয়েকটি গাড়ি। সেগুলোকে দুমড়ে-মুচড়েই চলে গেছে ট্রেন। তবে তার আগে গাড়ির আরোহীরা বের হয়ে পড়ায় কোন প্রাণহানীর ঘটনা ঘটেনি। তবে গাড়িগুলো একেকবারে দুমড়ে মুচড়ে গেছে বলে জানান তারা।
রবিবার (১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে কমলাপুর স্টেশন মাস্টার আনোয়ার হোসেন জানান, শুনেছি মগবাজার ক্রসিংয়ে একটা বা দুটো প্রাইভেট কারকে ধাক্কা দিয়ে ট্রেন কমলাপুরের দিকে আসে। এতে গাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। আর আরোহী কয়েকজন আহত হবায় তাদের হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হয়েছে।
আরো পড়ুন: সাবেক আইজিপি মামুন কারাগারে
ঢাকার রেলওয়ে থানার (কমলাপুর) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন জানান, কিছুক্ষণ আগে আমাদের কন্ট্রোল রুম তথ্য পেয়েছে। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি। পুলিশ ও আরএনবি সদস্যরা সেখানে গিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় কমলাপুরগামী একটি ট্রেন মগবাজার ক্রসিংয়ে রেললাইনে আটকে যাওয়া ৩-৪টা গাড়িকে দুমড়ে-মুচড়ে চলে যায়। এর মধ্যে একটি হাইয়েস, একটি প্রাইভেটকার, একটি অটো এবং একটি মোটরবাইক রয়েছে। তবে দুর্ঘটনায় দু চার জন আহত হলেও কেউ মারা যায়নি। এ বিষয়ে এখনো রেলওয়ের পক্ষ থেকে বিস্তারিত জানা যায়নি।