সীতাকুণ্ডে কাভার্ডভ্যান চাপায় দুই তরুণের মৃত্যু

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি
প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২৪, ০৮:৪৩ এএম

সন্ধ্যায় চট্টগ্রাম থেকে ফেনীতে ফেরার পথে এ দুর্ঘটনার ঘটে। ছবি : সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডের কাভার্ডভ্যান চাপায় ফেনীর ছাগলনাইয়ার দুই তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া জিপিএইচ ইস্পাত কারখানাসংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত দুজনই বন্ধু বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন, ফেনীর ছাগলনাইয়া এলাকার মো. সিরাজুল ইসলামের ছেলে মো. ইউনুস (১৮) এবং একই এলাকার বাসিন্দা মো. শাহ জালাল (১৮)। বার আউলিয়া হাইওয়ে থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকামুখী একটি দ্রুতগতির মোটরসাইকেল ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া এলাকা অতিক্রম করছিল। মহাসড়কের ওপর রাখা বালুর স্তূপকে পাশ কাটিয়ে যাওয়ার সময় মোটরসাইকেলে থাকা দুই তরুণ মহাসড়কের ওপর পড়ে যায়। এ সময় একইমুখী একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়। এতে দুই মোটরসাইকেল আরোহীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। কাভার্ডভ্যানটি তাদের চাপা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
আরো পড়ুন : আইনজীবী আলিফ হত্যাকাণ্ড: আরেক আসামি গ্রেপ্তার
ওসি আব্দুল মোমিন বলেন, সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তারা ফেনী থেকে আরো কয়েকজন বন্ধুসহ সকালে চট্টগ্রামে বেড়াতে যান। সন্ধ্যায় চট্টগ্রাম থেকে ফেনীতে ফেরার পথে এ দুর্ঘটনার ঘটে।
স্থানীয়রা জানান, কাভার্ডভ্যান চাপায় এ দুর্ঘটনা ঘটেছে। তবে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। ঘাতক গাড়িটি পালিয়ে গেছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।