×

দুর্ঘটনা

অটোরিকশাকে চাপা দিলো ট্রাক-কাভার্ড ভ্যান, নিহত ৪

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২৪, ১১:০১ এএম

অটোরিকশাকে চাপা দিলো ট্রাক-কাভার্ড ভ্যান, নিহত ৪

দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। ছবি : সংগৃহীত

   

গাজীপুরে ট্রাক ও কাভার্ডভ্যান চাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে চার যাত্রী নিহত হয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সিটি করপোরেশনের বাসন থানার চান্দনা চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দুলাল মিয়া (২৭), মো. মামুন (২৮) ও সালেহা আক্তার (২৩)। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি। নিহত মামুন বাসন থানার নজরুল ইসলামের ছেলে এবং সালেহা আক্তার চান্দনা এলাকার মোশাররফ হোসেনের স্ত্রী।

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাহেদুল ইসলাম চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা যায়, চান্দনা চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি ট্রাক যাত্রীবাহী একটি অটোরিকশাকে পেছন থেকে চাপা দেয়। এ সময় অটোরিকশাটি মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যান ও ট্রাকের মাঝখানে পড়ে দুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে অটোরিকশার চার যাত্রী নিহত এবং একজন গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. শেখ ফাহাদ বলেন, রাত ১১টার দিকে দুজন এবং ১২টার দিকে আরো দুজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে তিনজন পুরুষ এবং এবং একজন নারী। তাদের মৃত অবস্থায় হাসপাতাল আনা হয়েছে। চারজনের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রয়েছে।

দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

আরো পড়ুন : ব্রাহ্মণবাড়িয়ায় ত্রিমুখী সংঘর্ষে নিহত ২


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App