×

দুর্ঘটনা

যেভাবে ধরা পড়লেন ফায়ার ফাইটারকে চাপা দেয়া ট্রাকচালক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৮ পিএম

যেভাবে ধরা পড়লেন ফায়ার ফাইটারকে চাপা দেয়া ট্রাকচালক

ছবি : সংগৃহীত

   

রাজধানীর সেগুনবাগিচায় সচিবালয়ে লাগা আগুন নিয়ন্ত্রণের কাজ করার সময় একটি দ্রুতগামী ট্রাক ফায়ার সার্ভিসের এক কর্মীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ওই কর্মী গুরুতর আহত হন। পরে শিক্ষার্থীরা ট্রাকটির চালককে গণপূর্ত ভবনের সামনে আটক করেন।

এ ঘটনা ঘটে বুধবার (২৫ ডিসেম্বর) রাত ৩টা ১৫ মিনিটের দিকে। ঘটনার পর ট্রাকটি দ্রুত গতিতে পালানোর চেষ্টা করছিল, কিন্তু শিক্ষার্থীরা ট্রাকটির সামনে গিয়ে ব্যারিকেড দেয়। ট্রাক থামানোর পর চালককে শিক্ষার্থীরা মোটরসাইকেলে করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেন।

এ সময় উত্তেজিত জনতা ট্রাক চালককে মারধর করতে উদ্যত হলে সেনাসদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ফায়ার সার্ভিসের কর্মী আগুন নেভাতে বিকল্পভাবে পানি ব্যবস্থা করছিলেন। এ সময় তিনি পাইপ কাঁধে নিয়ে রাস্তা পার হচ্ছিলেন, হঠাৎ একটি ট্রাক পেছন থেকে তাকে ধাক্কা দিলে তিনি রাস্তায় পড়ে যান। তার মাথায় পরা হেলমেটটি খুলে যায় এবং রাস্তায় রক্তের স্রোত দেখা যায়।

আহত ফায়ার সার্ভিস কর্মীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে বলে জানান ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।

এর আগে রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে অগ্নিকাণ্ডের খবর পায় ফায়ার সার্ভিস। প্রথমে ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে তীব্রতা বাড়লে ১৮টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।

ফায়ার সার্ভিসের কর্মকর্তা জানাতে পারেননি আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App