খেজুরের রস খেতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ৩ শিক্ষার্থীর মৃত্যু

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৫, ১১:০৩ এএম

ছবি: সংগৃহীত
গোপালগঞ্জের কাশিয়ানীতে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী ৩ বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জানুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার পোনা এলাকার বিষ্ণুদাসের ছেলে দিপু দাস (১৮)। একই এলাকার বাবুল নাগের ছেলে বিশাল নাগ (১৯) ও মিনারুল মৃধার ছেলে হৃদয় মৃধা (১৮)। দিপু দাস নবম শ্রেণি ও বিশাল নাগ অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
আরো পড়ুন: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিমি যানজট
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান এ বিষয়টি নিশ্চিত করে বলেন, বাইক ও একটি গণপরিবহনের মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটেছে। নিহত তিন শিক্ষার্থী স্থানীয় বাসিন্দা। মরদেহগুলো সাড়ে ৭টার পর স্থানীয়রা দেখতে পেলেও দুর্ঘটনা ঘটেছে সম্ভবত আরো সকালে। নিহতদের পরিবারের সঙ্গে কথা বলে জানতে পেরেছি তারা মোটরসাইকেলে করে সদরে কোথাও খেজুর গাছের রস খেতে যাচ্ছিল। ভোরে খুব কুয়াশা ছিল। সাম্পান রেস্টুরেন্টের সামনে তাদের মোটরসাইকেল পৌঁছালে অজ্ঞাত কোনো একটি গাড়ি তাদের চাপা দেয়।
ওসি আরো বলেন, এখনও অভিযুক্ত কাউকে আটক করা যায়নি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।