×

এশিয়া

জান্তার বিমান হামলায় নিহত ৭, বাস্তুচ্যুত হাজারো মানুষ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৪, ১২:০৫ পিএম

জান্তার বিমান হামলায় নিহত ৭, বাস্তুচ্যুত হাজারো মানুষ

ছবি : সংগৃহীত

   

মিয়ানমারের সাগাইং অঞ্চলে ক্ষমতাসীন জান্তা বাহিনীর বিমান হামলায় সাত বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর)  এ হামলার ফলে প্রায় ১০ হাজার মানুষ তাদের ঘরবাড়ি ত্যাগ করতে বাধ্য হয়েছেন।

মিয়ানমার-ভিত্তিক সংবাদমাধ্যম ইরাবতী এক প্রতিবেদনে জানিয়েছে, সাগাইং অঞ্চলের পেল শহরে জান্তা বাহিনী এ বিমান হামলা চালায়। হামলার পর সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং বহু মানুষ প্রাণে বাঁচতে ঘর ছেড়ে পালিয়ে গেছেন।

এদিকে, মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যে ক্ষমতাসীন জান্তা সরকার এবং বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির মধ্যে চলমান সংঘর্ষে নতুন মোড় এসেছে। বৃহস্পতিবার, আরাকান আর্মি তাদের নিয়ন্ত্রণে থাকা চারটি শহর নিয়ে এক ঘোষণায় জানিয়েছে, তারা শহরগুলোতে পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পথে রয়েছে।

আরাকান আর্মি জানায়, তারা গত কিছু দিনে জান্তা বাহিনীর ৮টি সামরিক ঘাঁটি, একটি সামরিক হাসপাতাল এবং অস্ত্রাগার ধ্বংস করেছে। এছাড়া, বাকি তিনটি শহরও তারা চারপাশ থেকে ঘিরে ফেলেছে। তবে এসব এলাকা পুনরুদ্ধার করতে জান্তা বাহিনী এখন অতর্কিত বিমান হামলা চালাচ্ছে, যার ফলে বেসামরিক নাগরিকরা হতাহত হচ্ছেন।

এছাড়া, আরেকটি প্রতিবেদন থেকে জানা গেছে যে, জান্তা বাহিনী রাখাইন রাজ্যের এন ও তাউংগুপে শহরের প্রতিরক্ষা কাজে রোহিঙ্গাদের জোরপূর্বক নিয়োগ করার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App