জাপানে কফিন ক্যাফে
মৃত্যুর পরের অভিজ্ঞতা অনুভব করার অভিনব উপায়

কাগজ ডেস্ক
প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১২:৫৫ পিএম

ছবি : সংগৃহীত
মৃত্যুর পরের অভিজ্ঞতা কেমন হতে পারে তা জানার জন্য এক অভিনব উপায় বের করেছেন জাপানিজরা! জাপানের একটি অন্ত্যেষ্টিক্রিয়া সহায়তাকারী সংস্থা সম্প্রতি এমন একটি ব্যবস্থা চালু করেছে, যেখানে চাইলেই বিশেষভাবে নকশা করা একটি কফিনে শুয়ে মৃত্যুর পরবর্তী সময়কে ‘অনুভব’ করতে পারবেন। এই পরিষেবাটির নাম দেয়া হয়েছে ‘কফিন ক্যাফে’।
জাপানের চিবা প্রিফেকচারের ফুৎসু শহরে অবস্থিত একটি ১২০ বছরের পুরনো অন্ত্যেষ্টিক্রিয়া সহায়তাকারী সংস্থা এই পরিষেবা চালু করেছে। সংস্থাটি ১৯০২ সালে মেইজি যুগে প্রতিষ্ঠিত হয়েছিল এবং ১০০ বছরেরও বেশি সময় ধরে তারা জাপানিদের অন্ত্যেষ্টিক্রিয়ার সেবা দিয়ে আসছে। গত সেপ্টেম্বর থেকে এই নতুন পরিষেবা শুরু করেছে কাজিয়া হোন্টেন, যা জাপানিদের মৃত্যুর পরের অবস্থা কীভাবে শান্তিপূর্ণ হতে পারে, তা অনুভব করার সুযোগ দিচ্ছে।
এই কফিন ক্যাফেতে তিনটি কফিন রয়েছে—সোনালি, সবুজ এবং হলুদ। কফিনগুলোকে সজ্জিত করা হয়েছে ফুল এবং সৃজনশীল নকশা দিয়ে, যেন শান্ত এবং স্নিগ্ধ পরিবেশ তৈরি হয়। যে কেউ চাইলে এই কফিনগুলোতে শুয়ে মৃত্যুর পর মরদেহকে কীভাবে রাখা হয়, তা প্রত্যক্ষ করতে পারবেন। এটি একটি এক ধরনের অভিজ্ঞতা, যেখানে ব্যক্তিরা আরামদায়ক পরিবেশে মরদেহের জন্য শান্তিপূর্ণ স্থানের অনুভূতি নিতে পারেন।
আরো পড়ুন : তোশাখানা মামলায় ইমরান খানের জামিন