যুক্তরাষ্ট্র আগুন নিয়ে খেলছে, হুঁশিয়ারি চীনের

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:২৭ এএম

ছবি : সংগৃহীত
সম্প্রতি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাইওয়ানকে দেয়া সামরিক সহায়তা এবং অস্ত্র সরবরাহের বিরুদ্ধে কঠোর সমালোচনা করেছে চীনা সরকার। সোমবার (২৩ ডিসেম্বর) বেইজিং সতর্ক করে বলেছে, তাইওয়ানকে সমর্থন এবং অস্ত্র সরবরাহ 'আগুন নিয়ে খেলার' মতো, যা যুক্তরাষ্ট্রের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনতে পারে।
এর আগে শুক্রবার ৫৭১.৩ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা এবং ২৯৫ মিলিয়ন ডলার মূল্যের অস্ত্র বিক্রির অনুমোদন দেয় হোয়াইট হাউস। এই সিদ্ধান্তের মাধ্যমে চলতি মাসে ৩৮৫ মিলিয়ন ডলার মূল্যের আরো একটি অস্ত্র বিক্রির অনুমোদন দেয় দেশটি।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র তার 'এক-চীন নীতি' এবং চীন-যুক্তরাষ্ট্র যৌথ বিবৃতি লঙ্ঘন করছে। তিনি বলেন, তাইওয়ানকে অস্ত্র সরবরাহ করা এবং তার স্বাধীনতা সমর্থন করা, আগুন নিয়ে খেলার মতো। এতে ক্ষতি হবে যুক্তরাষ্ট্রেরই।
চীন সরকারের পক্ষ থেকে আরো বলা হয়েছে, তাইওয়ানকে ব্যবহার করে চীনকে আটকে রাখার হাতিয়ার একেবারে ব্যর্থ হবে। বেইজিং আরো যুক্ত করেছে, যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপটি তাইওয়ান প্রণালীর শান্তি ও স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করছে।
এদিকে, চীন যুক্তরাষ্ট্রকে অবিলম্বে অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানিয়েছে এবং নিজেদের জাতীয় সার্বভৌমত্ব, নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়ার অঙ্গীকার করেছে।
তাইওয়ান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সামরিক সম্পর্ক নিয়ে চীন গভীর উদ্বেগ প্রকাশ করছে, কারণ চীন তাইওয়ানকে তার সার্বভৌমত্বের একটি অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখে। অন্যদিকে, যুক্তরাষ্ট্র যুক্তি দেখায়, তাইওয়ানকে সামরিক সহায়তা দেয়ায় তার প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি করবে এবং তাইওয়ানের নিরাপত্তা সুরক্ষিত রাখবে।
চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে তাইওয়ান ইস্যুতে উত্তেজনা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞদের মতে, তাইওয়ান প্রণালীতে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এবং অস্ত্র বিক্রির এই পদক্ষেপগুলো অঞ্চলের পরিস্থিতি আরো জটিল করে তুলতে পারে, যা ভবিষ্যতে বড় ধরনের সংকট সৃষ্টি করতে পারে।
সূত্র : টাইমস অব ইন্ডিয়া