×

এশিয়া

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘কঠিন’ কৌশল অবলম্বনের সিদ্ধান্ত উ. কোরিয়ার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৭:২৭ পিএম

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘কঠিন’ কৌশল অবলম্বনের সিদ্ধান্ত উ. কোরিয়ার

ছবি : সংগৃহীত

   

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় যুক্তরাষ্ট্রকে প্রতিহত করার জন্য 'সবচেয়ে কঠিন' কৌশল নেয়ার ঘোষণা দিয়েছেন। গত ২৩ থেকে ২৭ ডিসেম্বর অনুষ্ঠিত ক্ষমতাসীন দলের নীতি নির্ধারণী বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ এই তথ্য প্রকাশ করেছে, যা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের মাধ্যমে জানা যায়।

কেসিএনএ-এর প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও জাপানের মধ্যকার জোট এখন একটি ‘পারমাণবিক সামরিক জোট’-এ রূপ নিয়েছে এবং দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রের জন্য একটি ‘কমিউনিস্টবিরোধী ঘাঁটিতে’ পরিণত হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ‘এই বাস্তবতা স্পষ্ট করে দিয়েছে আমাদের কোন দিকে অগ্রসর হওয়া উচিত এবং কীভাবে কাজ করতে হবে।’

তবে, কৌশলটি কী ধরনের বা কীভাবে বাস্তবায়িত হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

কিম জং উনের নেতৃত্বে আয়োজিত এই বৈঠকে চলতি বছরের শুরুতে ঘটে যাওয়া বন্যার পরিপ্রেক্ষিতে দেশের দুর্যোগ মোকাবিলা ব্যবস্থাপনা নিয়েও পর্যালোচনা করা হয়েছে। পাশাপাশি, “বন্ধুভাবাপন্ন” দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছে উত্তর কোরিয়া।

বৈঠকে কিম দেশের যুদ্ধ প্রতিরোধ সক্ষমতা বাড়ানোর জন্য প্রতিরক্ষা বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নতি করার আহ্বান জানান।

উল্লেখ্য, উত্তর কোরিয়ার এই ধরনের নীতি নির্ধারণী সভাগুলো প্রায়ই কয়েক দিন ধরে চলে এবং সাম্প্রতিক বছরগুলোতে এসব বৈঠক থেকেই দেশের গুরুত্বপূর্ণ নীতিমালা ঘোষণা করা হয়েছে।

নতুন বছরের সূচনার আগে এমন কঠোর সিদ্ধান্ত উত্তর কোরিয়ার ভবিষ্যৎ কৌশলগত অবস্থানকে নতুন মাত্রা দেবে বলে ধারণা করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App