তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং: চীনের সঙ্গে সমান মর্যাদায় সম্পর্ক স্থাপনের আহ্বান

কাগজ ডেস্ক
প্রকাশ: ০২ জানুয়ারি ২০২৫, ০৮:৪০ পিএম

ছবি : সংগৃহীত
তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং চীনের সঙ্গে সমান ও মর্যাদাপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করার সদিচ্ছা প্রকাশ করেছেন। তবে তিনি জানান, এই সম্পর্ক স্থাপনে বেইজিংয়ের পক্ষ থেকে বাধা আসছে।
বুধবার, নতুন বছরের ভাষণে লাই বলেন, "তাইওয়ান চায় চীনের সঙ্গে সুস্থ এবং সুশৃঙ্খল সম্পর্ক গড়ে তুলতে, যা একে অপরের প্রতি পারস্পরিক মর্যাদা বজায় রেখে হতে পারে। তাই, বেইজিংয়ের পক্ষ থেকে খোলাখুলি ও উদারভাবে সহযোগিতা আশা করি।"
এ সময় লাই চিং আন্তর্জাতিক সম্পর্কের প্রেক্ষাপটে আরো কিছু উদ্বেগের বিষয় তুলে ধরেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, চীন, রাশিয়া, ইরান এবং উত্তর কোরিয়ার মতো কর্তৃত্ববাদী দেশগুলো বিশ্বব্যাপী গণতান্ত্রিক শৃঙ্খলার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং এসব দেশগুলি নিয়মভিত্তিক আন্তর্জাতিক শৃঙ্খলা ভঙ্গ করছে।
লাই আরও বলেন, "তাইওয়ানকে অবশ্যই শান্তির সময়েও বিপদের জন্য প্রস্তুত থাকতে হবে। তাই, প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি করে আমাদের প্রতিরক্ষা সক্ষমতা আরও জোরদার করতে হবে এবং আত্মরক্ষার দৃঢ় সংকল্প প্রদর্শন করতে হবে।"
চীনের সঙ্গে উত্তেজনা বৃদ্ধি পাওয়ার পর, বিশেষ করে মে মাসে প্রেসিডেন্ট লাই দায়িত্ব নেয়ার পর থেকে, চীন তাইওয়ানের পাশে দুটি সামরিক মহড়া পরিচালনা করেছে। পাশাপাশি, তাইওয়ানের আকাশসীমা ও জলসীমায় চীনের সামরিক বিমান ও নৌবাহিনীর উপস্থিতি বৃদ্ধি পেয়েছে।
বিশ্লেষকরা জানিয়েছেন, কর্তৃত্ববাদী দেশগুলো বিশ্বজুড়ে গণতন্ত্রের জন্য বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে এবং এই সময়ে প্রেসিডেন্ট লাই নতুন রাজনৈতিক আখ্যান তৈরির চেষ্টা করছেন। বিশেষত, তিনি জাপান এবং যুক্তরাষ্ট্রসহ অন্যান্য গণতান্ত্রিক দেশগুলোর সঙ্গে সম্পর্ক জোরদার করে তাইওয়ানের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি এবং আন্তর্জাতিক সমর্থন অর্জনের লক্ষ্যে কাজ করছেন।