×

এশিয়া

চীনে নতুন ভাইরাসের হানা!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২৫, ১০:৩২ এএম

চীনে নতুন ভাইরাসের হানা!

নিউমোনিয়া রোগ এবং তার অজানা উৎস সম্পর্কে একটি রুটিন নজরদারি চালানো হচ্ছে। ছবি : সংগৃহীত

   

চীনে করোনার মতো নতুন কোনো ভাইরাসের দেখা মিলেছে, এই প্রশ্ন ঘুরছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী একাংশের মধ্যে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিওতে দেখা গেছে, চীনের বিভিন্ন হাসপাতালে রোগীদের ভিড়।

ভাইরাল ওই ভিডিওতে দাবি করা হচ্ছে, এসব রোগীর প্রায় প্রত্যেকেই হিউম্যান মেটাপনিউমোনিয়া (এইচএমপিভি)-তে আক্রান্ত। খবর আনন্দবাজার অনলাইন। তবে এই ভিডিও এবং দাবির সত্যতা যাচাই করেনি সংবাদমাধ্যমটি।

চীনের পক্ষ থেকেও আনুষ্ঠানিক ভাবে এই বিষয়ে কিছু জানানো হয়নি। তবে সংবাদ সংস্থা রয়টার্স চীনের রোগ প্রতিরোধক সংস্থাকে উদ্ধৃত করে জানিয়েছে, চীনে নিউমোনিয়া রোগ এবং তার অজানা উৎস সম্পর্কে একটি রুটিন নজরদারি চালানো হচ্ছে। শীতে এই রোগের প্রাদুর্ভাব বাড়ে বলেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছে ওই সংস্থাটি। তারপরেও অবশ্য জল্পনা থামছে না।

আরো পড়ুন : তাইওয়ানের প্রেসিডেন্ট লাই চিং: চীনের সঙ্গে সমান মর্যাদায় সম্পর্ক স্থাপনের আহ্বান

সমাজমাধ্যমে একাধিক ভিডিওতে একাধিক দাবি করা হচ্ছে। নেটাগরিকদের একাংশের দাবি, চীনে ইনফ্লুয়েঞ্জা এ, এইচএমভিপি, মাইক্রোপ্লাজমা নিউমোনিয়া এবং কোভিড ১৯—এই সবগুলো ভাইরাস মাথাচাড়া দিয়ে উঠেছে। হাসপাতালগুলোতে নাকি নতুন করে রোগী ভর্তি করানোর জায়গা নেই। একটি পোস্টে দাবি করা হয়েছে, রোগে আক্রান্ত হচ্ছেন মূলত শিশু এবং বয়স্করা। যদিও এই দাবির সত্যাসত্য নির্ণয় করা যায়নি।

ছড়িয়ে পড়া ভিডিও দেখে অনেকেই ফের কোভিড অতিমারির মতো কোনো অতিমারি ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন। ২০২০ সালের গোড়া থেকে বিশ্ব জুড়ে হু হু করে করোনার সংক্রমণ ছড়িয়ে পড়ে। অনেকেরই ধারণা করেছেন, কোভিড অতিমারির উৎস চীনের উহান শহর। যদিও ওই অতিমারির উৎস সম্পর্কে এখনো পর্যন্ত নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।

কোভিডের সঙ্গে এইচএমপিভি-র অনেক ক্ষেত্রেই মিল রয়েছে। এটিও হাঁচি-কাশির মাধ্যমে সংক্রমিত ব্যক্তির থেকে অন্যদের মধ্যে ছড়িয়ে পড়ে। রোগীর ব্যবহৃত জিনিসের সংস্পর্শে এলেও এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। এই ভাইরাসে আক্রান্ত হলে মূলত সর্দি, জ্বর, নাকবন্ধ হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা যায়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App