×

এশিয়া

মই বেয়ে বাড়িতে ঢুকে দ. কোরিয়ার প্রেসিডেন্টকে গ্রেপ্তারের চেষ্টা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ জানুয়ারি ২০২৫, ০৮:২৬ এএম

মই বেয়ে বাড়িতে ঢুকে দ. কোরিয়ার প্রেসিডেন্টকে গ্রেপ্তারের চেষ্টা

ছবি : সংগৃহীত

   

দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে ফের গ্রেপ্তারের জন্য তার সিউলের বাড়িতে ঢুকেছেন তদন্তকারীরা। প্রথমবারের মতো এবারো বাধার মুখে পড়তে হয়েছে তদন্তকারীদের। তাই নিরাপত্তাবেষ্টনী পেরিয়ে মই বেয়ে বাড়ির প্রাঙ্গণে ঢুকেছেন তারা।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ জানায়, রাজধানী সিউলের মধ্যাঞ্চলে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বেশ কয়েকজন কর্মকর্তা মই বেয়ে ইউনের বাড়ির প্রাঙ্গণে ঢুকে পড়েন। তবে বাংলাদেশ সময় বুধবার সকাল সাড়ে ৭টা পর্যন্ত তাকে গ্রেপ্তারের কোনো খবর পাওয়া যায়নি।

মঙ্গলবারও ইউনকে গ্রেপ্তারে তদন্তকারীদের প্রচেষ্টা প্রাথমিকভাবে রুখে দেন প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনীর (প্রেসিডেনশিয়াল সিকিউরিটি সার্ভিস-পিএসএস) সদস্যরা। গাড়ি দিয়ে বাড়ির প্রবেশপথে প্রতিবদ্ধকতা তৈরি করা হয়। সে সময় সেখানে ক্ষমতাসীন রক্ষণশীল পিপল পাওয়ার পার্টির আইনপ্রণেতা ও ইউনের আইনজীবীরা ছিলেন বলে জানিয়েছে ইয়োনহাপ।

বিবিসির খবরে বলা হয়, ইউনকে গ্রেপ্তারের প্রচেষ্টা রুখে দিতে তীব্র শীতের মধ্যে তার বাড়ির সামনে হাজারো সমর্থক জড়ো হয়েছেন। মাইনাস ৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উপেক্ষা করে তারা প্রতিবাদ জারি রেখেছেন। একই সঙ্গে সরকারবিরোধীরাও সেখানে জড়ো হয়ে বিক্ষোভ করছেন।

সিউল থেকে আল-জাজিরার সংবাদদাতা জানান, মঙ্গলবার সন্ধ্যার অভিযানে প্রেসিডেনশিয়াল আবাসে প্রায় ১ হাজার পুলিশ সদস্য অংশ নিয়েছেন। তবে প্রেসিডেন্টের নিরাপত্তা দল আবার সতর্ক করে দিয়েছে, এই গ্রেপ্তারি পরোয়ানার আইনি ভিত্তি নেই। তারা নিয়মিত নিরাপত্তা প্রটোকল মেনে চলবে। এর অর্থ হলো, অভিশংসিত প্রেসিডেন্ট ইউনকে রক্ষায় তারা যা যা করা দরকার, সেসব করবে। এখন যেমন তার সরকারি আবাসের ভেতরে প্রতিবন্ধকতা বসানো হয়েছে।

এর আগে চলতি মাসের শুরুর দিকে একবার ইউনকে গ্রেপ্তারের জন্য তার বাড়িতে কয়েক ঘণ্টার অভিযান চালান তদন্তকারীরা। তবে তার নিরাপত্তা বাহিনীর বাধায় সেই অভিযান ব্যর্থ হয়। এবার দ্বিতীয়বারের মতো অভিযান চালানো হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App