কৃষক লীগের সভাপতি সমীর চন্দ গ্রেপ্তার

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৪, ১০:০৫ এএম

কৃষক লীগের সভাপতি সমীর চন্দ। ছবি : সংগৃহীত
কৃষক লীগের সভাপতি সমীর চন্দকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) দিবাগত রাতে ঢাকা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তার বিরুদ্ধে রাজধানীর একাধিক থানায় মামলায় রয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
পুলিশ সূত্রে জানা গেছে, বাড্ডা থানায় হওয়া একটি হত্যা মামলায় কৃষক লীগের সভাপতিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৪ অক্টোবর) তাকে আদালতে তোলা হবে।
২০১৯ সালে আওয়ামী লীগের সহযোগী সংগঠন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে নতুন সভাপতি নির্বাচিত হয়েছিলেন সমীর চন্দ।
আরো পড়ুন : সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র গ্রেপ্তার