সাবেক দুই এমপিসহ ২৩২ জনের বিরুদ্ধে মামলা

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৫ অক্টোবর ২০২৪, ০৫:১৭ পিএম

বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু (বামে) ও সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু (ডানে)।
বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মজিবর রহমান মজনু এবং সাধারণ সম্পাদক সাবেক এমপি রাগেবুল আহসান রিপুসহ ১৭২ জনের নাম উল্লেখ করে ২৩২ জনের বিরুদ্ধে একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়েছে। বাদী হিসেবে মামলা করেছেন বগুড়া সদর উপজেলার পলাশবাড়ি গ্রামের সাইফুল ইসলামের ছেলে শাওন মিয়া। মামলাটি বুধবার (২৩ অক্টোবর) বগুড়ার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দাখিল করা হয়।
বিচারক সুকান্ত সাহা মামলার শুনানীর পর তদন্তের নির্দেশ দিয়েছেন। সদর থানার ওসিকে (অফিসার ইনচার্জ) বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে, ওসি এসএম মঈনুদ্দীন জানিয়েছেন, শুক্রবার (২৫ অক্টোবর) সকাল পর্যন্ত আদালত থেকে কোনো নির্দেশনা আসেনি।
মামলায় উল্লেখযোগ্য আসামিরা হলেন- বগুড়া পৌরসভার ১৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আমিনুল ইসলাম, ৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আবদুল মতিন সরকার, ৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রেজাউল করিম ডাবলু, শহর আওয়ামী লীগের সাবেক নেতা আবদুল মান্নান আকন্দ, শিবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তা, সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান মানিক, সাবেক সভাপতি আজিজুল হক, শিবগঞ্জ উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতী আক্তার টুম্পা, মোকামতলা ইউনিয়নের চেয়ারম্যান আহসান হাবিব সবুজ, দেউলী ইউনিয়নের চেয়ারম্যান জাহেদুল ইসলাম, পিরব ইউনিয়নের চেয়ারম্যান আফিস মাহমুদ মিল্টন, আটমুল ইউনিয়নের চেয়ারম্যান বেলাল হোসেন, কিচক ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান চৌধুরী, বুড়িগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম চঞ্চল, মোহনা টিভির বগুড়া প্রতিনিধি আতিকুর রহমান আতিক, সাংবাদিক সোহেল আক্তার মিঠু, মারুফ রহমান মঞ্জু, অর্থ দাতা রাজাবাজার ব্যবসায়ী সমিতির নেতা পরিমল প্রসাদ রাজ, অর্থ যোগানদাতা গফুর হাজী, সিএনজি অটোরিকশা মালিক সমিতির নেতা এরশাদ শেখ, মহিলা শ্রমিক লীগ নেত্রী দিলারা আফরোজা ছায়া, নেতা ফিরোজ খান, যুবলীগ নেতা সেতু খন্দকার, শিবগঞ্জ পৌরসভার অফিস সহকারী মো. বদিউজ্জামান, শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী আরেফিন হক আফতাব।
বাদী শাওন মিয়া তার এজাহারে বলেছেন, ৫ আগস্ট দুপুর ১টার দিকে শহরের কবি নজরুল ইসলাম সড়কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিল সাতমাথার দিকে অগ্রসর হচ্ছিল। এ সময় আন্দোলন দমনের জন্য আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বাঁধা দেন। তিনি অভিযোগ করেন, ১নং আসামি মজিবর রহমান মজনুর হুকুমে আসামিরা পিস্তল দিয়ে গুলি ছুড়েন এবং লোহার রড, লাঠি ও কাঠের বাটাম দিয়ে হামলা চালান। এ সময় বাদী শাওন মিয়া পিস্তলের গুলিতে আহত হন এবং পরে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হন।
অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক আসামিরা এই অভিযোগকে অস্বীকার করেছেন। তারা দাবি করেছেন যে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নামে সন্ত্রাসীরা সদর থানায় হামলা চালিয়ে অস্ত্র, গুলি, আলামতের মোটরসাইকেল লুটপাট ও যানবাহনে অগ্নিসংযোগ করে। তারা বলেন, পুলিশ জানমাল রক্ষায় গুলি চালালে হামলাকারীরা হতাহত হন। আসামিরা অভিযোগ করেছেন, বাদী শাওন মিয়া রাজনৈতিক স্বার্থে সাবেক এমপি মজিবর রহমান মজনু ও রাগেবুল আহসান রিপুসহ ২৩২ জনের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন। তারা মনে করেন, সুষ্ঠু তদন্ত হলে প্রকৃত ঘটনা প্রকাশ পাবে।