শেখ হাসিনা কখনো পদত্যাগ করেননি, উচ্চ পর্যায়ের খেলা হবে: কঙ্গনা

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৬:৪১ পিএম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। ছবি : সংগৃহীত
সদ্য অনুষ্ঠিত নির্বাচনে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এ জয়ের পর ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শেখ হাসিনার অভিনন্দন জানানোর পর আওয়ামী লীগ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তা শেয়ার করেছে। সেই বার্তায় আওয়ামী লীগ শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করেছে।
এরপর, বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্টোরি পোস্ট করেছেন। তিনি হাসিনার বিষয়ে লিখেছেন, ‘শেখ হাসিনা জি কখনো পদত্যাগ করেননি, আজ তিনি ট্রাম্পকে বিজয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। উচ্চ পর্যায়ের খেলা হবে।’
প্রসঙ্গত, আগস্টের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ তোলার পাশাপাশি দেশের বিভিন্ন ইস্যুতে বেশ সরব ছিলেন কঙ্গনা রানাওয়াত।