খাঁচায় বন্দি শেখ হাসিনা!

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৪, ০৭:১৯ পিএম

ছবি : সংগৃহীত
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির ১০ দিনের কর্মসূচির অংশ হিসেবে রাজধানীতে শোভাযাত্রা শুরু করেছে দলটি। শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হওয়া এই শোভাযাত্রায় খাঁচায় বন্দি অবস্থায় প্রদর্শন করা হয়েছে শেখ হাসিনাকে।
ভিডিওতে দেখা গেছে, চোখে কালো চশমা, টিয়া রঙের শাড়ি ও সাদা ব্লাউজ পরিহিত একটি প্রতীকী শেখ হাসিনা খাঁচার ভিতরে রয়েছেন। বিএনপির নেতাকর্মীরা শোভাযাত্রায় অংশ নিয়ে সেই খাঁচাটি ঘিরে উপহাস করছেন। এই দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ভাইরাল হয়ে গেছে।
শোভাযাত্রাটি নয়াপল্টন থেকে শুরু হয়ে কাকরাইল মোড়, কাকরাইল মসজিদ, মৎস্যভবন, ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, শাহবাগ, হোটেল শেরাটন, বাংলামোটর, কারওয়ান বাজার, ফার্মগেট হয়ে মানিক মিয়া এভিনিউতে গিয়ে শেষ হবে। এই কর্মসূচিতে শুধু ঢাকা মহানগরী নয়, আশপাশের জেলা থেকেও নেতাকর্মীরা অংশগ্রহণ করছেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করেছেন এবং কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিয়েছেন।