×

আওয়ামী লীগ

আ.লীগের সাবেক ২ সংসদ সদস্যের অন্তর্বর্তীকালীন জামিন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৫৪ পিএম

আ.লীগের সাবেক ২ সংসদ সদস্যের অন্তর্বর্তীকালীন জামিন

ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদার ও ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা তাহজীব আলম সিদ্দিকী সমি। ছবি: সংগৃহীত

   

ঝিনাইদহে নাশকতা ও হত্যা মামলায় গ্রেপ্তার আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্যকে অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে আদালত। রবিবার (২৪ নভেম্বর) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এমরান হোসেন চৌধুরী এ জামিন আবেদন মঞ্জুর করেন।

জামিন পাওয়া ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নায়েব আলী জোয়ারদারকে দুই মামলায় ৭ দিনের এবং ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগ নেতা তাহজীব আলম সিদ্দিকী সমিকে তিন মামলায় ২০ দিনের অন্তর্বর্তীকালীন জামিন দেয়া হয়।

ঝিনাইদহ-১ আসনের সাবেক সংসদ সদস্য নয়েব আলী জোয়ারদারকে গত ৪ আগস্ট জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগের মামলা ও জেলা বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা করা হয়। ওই মামলায় গত ১২ সেপ্টেম্বর রাতে জেলা শহরের আরাপপুর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে থানা পুলিশের রিমান্ড শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

আরো পড়ুন: ১৫ দিন রিমান্ড শেষে কারাগারে সাবেক মন্ত্রী রাজ্জাক

এ দিকে গত ৭ নভেম্বর রাতে সাভারের নবীনগর এলাকা থেকে ঝিনাইদহ-২ আসনের সাবেক সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমিকে গ্রেপ্তার করে র‌্যাব। পরে পুলিশ তাকে ঝিনাইদহে এনে আদালতের মাধ্যমে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। পরে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

২০১৩ সালে ঝিনাইদহ শহরে জামায়াত কর্মী হত্যা মামলা ও চলতি বছরের ৪ আগস্ট জেলা বিএনপি কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগ ও জেলা বিএনপির সভাপতির বাড়িতে অগ্নিসংযোগের মামলায়  তাকে গ্রেপ্তার দেখানো হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এস এম মশিউর রহমান জানান, তাহজীব আলম সিদ্দিকী সমিকে তিন মামলায় এবং নায়েব আলী জোয়ারদারকে দুই মামলায় জামিন আবেদন করেন আসামিদের স্বজনরা। পরে শারীরিক অসুস্থতাজনিত নানা কারণে তাদের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন আদালত।

নায়েব আলী জোয়ারদারকে চলতি বছরের ১ ডিসেম্বর এবং তাহজীব আলম সিদ্দিকী সমিকে ১৪ ডিসেম্বর পুনরায় আদালতে হাজির হতে হবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App