কারা হেফাজতে আওয়ামী লীগ নেতার মৃত্যু

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ০৩:০৩ পিএম

ছবি: সংগৃহীত
বগুড়া কারাগারে অসুস্থ হয়ে আব্দুল মতিন মিঠু নামে এক আওয়ামী লীগ নেতা মারা গেছেন। তিনি উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন। আব্দুল মতিন মিঠু একটি হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় বগুড়া কারাগারে ছিলেন।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) তিনি মারা যান।
কারাগার কর্তৃপক্ষ বলছে, বুকে ব্যথা অনুভব করায় রবিবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ৩টায় হাসপাতালে নেয়ার পর সকালে তার মৃত্যু হয়। একটি হত্যা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার হলে গত ৩ নভেম্বর তাকে কারাগারে পাঠানো হয়। বগুড়ার গাবতলী উপজেলার দুর্গাহাটা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন মিঠু উপজেলা আওয়ামী লীগের সদস্য ছিলেন।
বগুড়া কারাগারের জেলার সৈয়দ শাহ্ শরীফ বলেন, হাজতি আব্দুল মতিন মিঠু রবিবার গভীর রাতে বুকে ব্যথা অনুভব করেন। এরপর তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।