আ. লীগের লিফলেট বিলি : হকারদের সতর্ক করল আইনশৃঙ্খলা বাহিনী

কাগজ ডেস্ক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৬ এএম

নির্দেশনা অমান্য করলে তাদের কারাগারে নেয়াসহ আর্থিক জরিমানা করারও হুঁশিয়ারি দেয়া হয়। ছবি : সংগৃহীত
১ ফেব্রুয়ারি (শনিবার) থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত লিফলেট বিলির কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের পদত্যাগ এবং অপশাসন-নির্যাতনের প্রতিবাদে এ কর্মসূচি ঘোষণা করেছে দলটি। তবে, দলের অধিকাংশ নেতাকর্মী পলাতক থাকা অবস্থায় এ কর্মসূচি কোন প্রক্রিয়ায় পালন হবে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।
গোয়েন্দা সংস্থার কাছে খবর রয়েছে, বাসাবাড়ি ও সরকারি-বেসরকারি অফিসে পত্রিকা বিলির দায়িত্বে থাকা হকারদের কাজে লাগিয়ে নতুন কৌশলে লিফলেট বিলির কার্যক্রম চালাতে পারে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ এবং তাদের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। তাই দলটির কর্মসূচি শুরু আগের দিন (৩১ জানুয়ারি) হকারদের মৌখিকভাবে বিশেষ নির্দেশনা দেয়া হয়েছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, ৩১ জানুয়ারি সকালে একটি গোয়েন্দা সংস্থার লোকেরা ঢাকার বিভিন্ন এলাকার পত্রিকা বিলির দায়িত্বে থাকা হকারদের গিয়ে নির্দেশনা দিয়েছেন, তারা যেন পত্রিকার সঙ্গে সরকারবিরোধী কোনো দলের লিফলেট কিংবা প্রচারপত্র বিলি না করেন। যারা এ নির্দেশনা অমান্য করবেন তাদের কারাগারে নেয়াসহ আর্থিক জরিমানা করারও হুঁশিয়ারি দেয়া হয়। তবে, বিভিন্ন স্কুল-কলেজ কিংবা বিভিন্ন পণ্যের প্রচারপত্র বিলি করতে কোনো বাধা নেই বলে জানানো হয়েছে।
আরো পড়ুন : জানুয়ারিতে রাজনৈতিক সহিংতায় নিহত ১০, আহত ৫৯৪
এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, এমন কোনো নির্দেশনা বিষয়ে আমি কিছু জানি না।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান রেজাউল করিম মল্লিক বলেন, আমাদের পক্ষ থেকে এমন কোনো কার্যক্রম পরিচালনা করা হচ্ছে না। আমি আপনার কাছ থেকেই বিষয়টি শুনেছি।
তিনি বলেন, এখন ভুয়া ডিবি পুলিশ আমরা ধরছি। কারা ডিবি পরিচয়ে এমন নির্দেশনা দিচ্ছে, আমি জানি না। তবে, ডিবি নামে এমন খবর শোনা দুঃখজনক।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি গোয়েন্দা সংস্থার ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, আমাদের কাছে তথ্য আছে, গ্রেপ্তার এড়াতে এবং জনরোষ থেকে বাঁচতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা হকারদের মাধ্যমে সরকারবিরোধী লিফলেট বিলি করার কৌশল হাতে নিয়েছে। তার পরিপ্রেক্ষিতে আজ আমরা কয়েকটি এলাকার হকারদের সরকারবিরোধী লিফলেট যেন পত্রিকার ভেতরে দিয়ে বাসা-বাড়ি বা অফিসে বিলি না করে সে বিষয় সতর্ক করে দিয়েছি। কারণ, হকারদের অধিকাংশ লেখাপড়া জানেন না। তাই না বুঝে হয়তো কেউ কিছু টাকার বিনিময়ে আওয়ামী লীগের ফাঁদে পা দিতে পারেন।
নাম না প্রকাশ করার শর্তে রাজধানীর খিলগাঁও এলাকার পত্রিকা বিলির দায়িত্বে থাকা এক হকার বলেন, রাজারবাগ আল-বারাকা হাসপাতালের সামনে থেকে কয়েকটি এলাকার হকাররা পত্রিকা সংগ্রহ করেন। আজ সকালে সেখানে ১২-১৪ জন হকার পত্রিকা সংগ্রহ করতে গেলে দুজন ডিবি পুলিশ এসে আমাদেরকে বলে গেছেন যে, কেউ যেন পত্রিকার সঙ্গে কোনো রাজনৈতিক দল কিংবা সংগঠনের সরকারবিরোধী লিফলেট বিলি না করি। করলে গ্রেপ্তার করবে এবং ৫০ হাজার টাকা জরিমানা করা হবে।
ওই হকার আরো বলেন, স্কুল-কলেজ কিংবা খাবারসহ বিভিন্ন পণ্যের লিফলেট বিলি করলে কোনো সমস্যা হবে না বলে তারা (ডিবি পুলিশ) জানিয়েছে।
আরো পড়ুন : ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ৫
বাসাবো এলাকায় বাসা-বাড়িতে পত্রিকা বিলি করেন এমন একজন হকার বলেন, আজ সকালে দুজন ডিবি পুলিশ, তাদের হাতে ওয়াকিটকি ছিল, এসে কড়া নির্দেশ দিয়ে গেছেন যে, আমরা যেন কোনো দলের সরকারবিরোধী লিফলেট বিলি না করি। করলে জেলখানায় পাঠিয়ে দেবে।
তিনি বলেন, আমরা সকালে যখন বাসা-বাড়ি কিংবা বিভিন্ন অফিসে পত্রিকা দিই তখন পত্রিকার ভেতরে বিভিন্ন স্কুল-কলেজ বা কোম্পানির লিফলেট দিয়ে থাকি। এ ধরনের ১০০টি লিফলেট বিলি করলে ৫০ টাকা পাই।
শেখ হাসিনাসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার এবং বিচার বন্ধের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। পুরো ফেব্রুয়ারি মাসজুড়ে নানা কর্মসূচির সঙ্গে আছে হরতালের ঘোষণাও।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী ১লা ফেব্রুয়ারি থেকে ৫ই ফেব্রুয়ারি বুধবার লিফলেট বা প্রচারপত্র বিলি করবে দলটি। ৬ই ফেব্রুয়ারি দেশে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হবে। ১০ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। ১৬ই ফেব্রুয়ারি অবরোধ এবং ১৮ই ফেব্রুয়ারি দেশব্যাপী সকাল-সন্ধ্যা সর্বাত্মক ‘কঠোর’ হরতাল কর্মসূচি পালনের কথা বলা হয়।