কারাবন্দি সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ অসুস্থ, ঢাকায় পাঠানোর সুপারিশ

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:৪২ পিএম

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ছবি : সংগৃহীত
চিকিৎসার জন্য কারাগার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে কারাবন্দি সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে।
বিভিন্ন রোগে আক্রান্ত প্রবীণ এই রাজনীতিবিদকে দেখে ঢাকায় পাঠানোর পরামর্শ দিয়েছেন হাসপাতালের চিকিৎসকরা।
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মো. মাসুদ হাসান বলেন, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের অনেক বয়স। তিনি ডিমেনশিয়াসহ নানা রোগে ভুগছেন। সে কারণে উনাকে সকালে (বুধবার) হাসপাতালে নিয়মিত পরীক্ষার জন্য পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর বিস্তারিত বলা যাবে।
আরো পড়ুন : সাবেক মন্ত্রী কামরুলের ১৫ ব্যাংক হিসাব অবরুদ্ধ
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন বলেন, উনি প্রবীণ ব্যক্তি। উনার ডায়াবেটিস, হাইপারটেনশন, ডিমেনশিয়াসহ বহুবিধ রোগ আছে। এখানকার চিকিৎসকরা উনাকে ঢাকার পিজিতে পাঠানোর পরামর্শ দিয়েছেন।
মিরসরাইয়ের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে গত বছরের ২৭ অক্টোবর ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। পরে তাকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়। সেখানে কারাবিধি অনুযায়ী ডিভিশন পাচ্ছিলেন ৮২ বছর বয়সী এই আওয়ামী লীগ নেতা।