×

ব্যাংক

ডাচ্ বাংলা’র কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ০৩:৩৪ পিএম

ডাচ্ বাংলা’র কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

ছবি: সংগৃহীত

   

চাকরি স্থায়ীকরণের দাবিতে কর্মবিরতি পালন করছেন ডাচ্ বাংলা ব্যাংকের এক্সিকিউটিভ, কল সেন্টার, এবং অধস্তন কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার (২৭ আগস্ট) রাজধানীর মতিঝিলে ব্যাংকের কর্পোরেট অফিসের সামনে তারা বিক্ষোভ করেন।

আন্দোলনকারীরা জানান, দীর্ঘদিন ধরে চাকরি করেও তাদের স্থায়ীকরণের বিষয়টি অনিশ্চিত রয়ে গেছে। তারা অভিযোগ করেন যে, ব্যাংকের তৃতীয় পক্ষের অধীনে চুক্তিভিত্তিক নিয়োগের মাধ্যমে তাদের সঙ্গে বৈষম্যমূলক এবং শোষণমূলক আচরণ করা হচ্ছে। তাদের বেতন খুবই কম, এমনকি একজন পেস্ট গেট কর্মী মাত্র ৪ হাজার টাকা বেসিক বেতন পাচ্ছেন। এই অবস্থার ফলে অনেক কর্মী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এবং তাদের পরিবারকে এই দুর্দশার কথা জানাতে লজ্জা পাচ্ছেন।

আন্দোলনকারীরা তাদের দাবির পক্ষে জোরাল বক্তব্য দিয়েছেন। তারা দাবি করেন, সব তৃতীয় পক্ষের অধীনে চুক্তিভিত্তিক কর্মকর্তাদের ডাচ্ বাংলা ব্যাংকের মানবসম্পদ বিভাগে সংযুক্ত করতে হবে এবং তৃতীয় পক্ষের অধীনে কোনো কর্মকর্তাকে রাখা যাবে না। এছাড়া, বাংলাদেশ ব্যাংকের নীতিমালা অনুযায়ী সকল কর্মীর জন্য একটি নির্দিষ্ট বেতন ধার্য এবং কাজের লক্ষ্যমাত্রার ওপর ভিত্তি করে প্রণোদনা দিতে হবে। যারা ইতিমধ্যে ১ বছরের বেশি সময় ধরে কর্মরত আছেন, তাদেরকে স্থায়ীকরণ করে ‘অ্যাসিস্ট্যান্ট অফিসার’ হিসেবে নিয়োগ দিতে হবে।

আরো পড়ুন: এস আলম গ্রুপের সম্পদ বিক্রি ঠেকাতে আইনগত ব্যবস্থা নেয়ার পরামর্শ

দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান আন্দোলনকারীরা। এদিকে, ব্যাংকের কর্পোরেট অফিস (নাবিস্কো) শাটডাউন করা হয়েছে বলে জানা গেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App