গৌরনদীতে বায়োগ্যাস বিষয়ক ৫ দিনের প্রশিক্ষণ শুরু

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৮ পিএম

ছবি: ভোরের কাগজ
বরিশালের গৌরনদীতে সমন্বিত খামার স্থাপন ও সম্প্রসারণ এবং বায়োগ্যাস বিষয়ক ৫ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকাল থেকে যুব উন্নয়ন অধিদপ্তরের ইমপ্যাক্ট (৩য় পর্যায়) প্রকল্পের এ আয়োজন করা হয়।
গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সটির শুভ উদ্বোধন করেন।
আরো পড়ুন: যাত্রীসহ বগি ফেলে চলে গেলো ট্রেন
সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতায় যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘দারিদ্র বিমোচনের লক্ষে ব্যাপক প্রযুক্তি নির্ভর সমন্বিত সম্পদ ব্যবস্থাপনা (ইমপ্যাক্ট) ৩য় পর্যায় (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের মাধ্যমে এ প্রশিক্ষণ কোর্স পরিচালিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল থেকে শুরু হওয়া ৫ দিনের এ প্রশিক্ষণ কোর্সটি আগামী ২৩ ডিসেম্বর বিকেল পর্যন্ত চলবে।
গৌরনদী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা বিভাষ কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গৌরনদী উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. আরিফুর রহমান, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, উপজেলা রিসোর্স সেন্টারের ইনষ্টাক্টর গৌতম কুমার বিশ্বাস, ইমপ্যাক্ট প্রকল্পের মাঠকর্মী ও প্রশিক্ষক মো. রেজাউল করিম।