গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনির ও এস এম জুলফিকার সম্পাদক

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২৫, ০৭:৫১ পিএম

ছবি: ভোরের কাগজ
বরিশালের ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ জানুয়ারি) বিকেল ৪টায় প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। বিশেষ সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে খোন্দকার মনিরুজ্জামান মনিরকে (দৈনিক সমকাল) সভাপতি ও এস এম জুলফিকারকে (দৈনিক আমাদের সময়) সাধারণ সম্পাদক করে গৌরনদী প্রেসক্লাবের ৭ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য কর্মকর্তারা হলেন- সহ সভাপতি মো. হানিফ সরদার (দৈনিক সংগ্রাম), কোষাধ্যক্ষ আমিন মোল্লা (দৈনিক মতবাদ), দপ্তর সম্পাদক আমিনা আকতার সোমা (দৈনিক আমার দেশ), নির্বাহী সদস্য সঞ্জয় কুমার পাল (দৈনিক ভোরের কাগজ), নির্বাহী সদস্য এম আলম (দৈনিক মানবজমিন)।
উল্লেখ্য, ২০২২ সালের মে মাসে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক ও গৌরনদী পৌর মেয়র মো. হারিছুর রহমানের প্রভাবে তার অবৈধ ক্ষমতার জোরে গৌরনদী প্রেসক্লাবের তৎকালীন সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের প্রতিনিধি মো. আহছান উল্লাহ, স্থানীয় যুবলীগ ও ছাত্রলীগের ১০/১২জন নেতাকে সম্পুর্ন অবৈধ প্রক্রিয়ায় প্রেসক্লাবের সদস্যপদ দেন। এরপর তারা প্রেসক্লাবটি দখল করে নেয়। ওই ঘটনার পর থেকে প্রেসক্লাবের বৈধ সদস্য ও পেশাদার সাংবাদিকরা আর প্রেসক্লাবে যাননি।
আরো পড়ুন: অপরাধী যে দলের হক না কেন কাউকে ছাড় দেয়া হবে না
ছাত্র-জনতার ৫ আগষ্টের গণঅভ্যুত্থানের দিন একদল দুস্কৃতিকারী তালাবন্ধ প্রেসক্লাবটির তালা ভেঙ্গে ভেতরে ঢুকে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। দখলদার যুবলীগ ও ছাত্রলীগও এলাকা ছেড়ে পালিয়ে গা ঢাকা দেয়। ফলে প্রেসক্লাবের ২০২৪ সালের ৩১ ডিসেম্বরের নির্ধারিত বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠান আয়োজন করতে দখলদাররা ব্যর্থ হয়। এ অবস্থায় প্রেসক্লাবের গঠনতন্ত্র মোতাবেক মাত্র এক ঘণ্টার নোটিশে প্রেসক্লাবের সাধারণ পরিষদের সদস্য এস এম জুলফিকার ৩১ ডিসেম্বর সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভার আহ্বান করেন।
গঠনতন্ত্র মোতাবেক প্রেসক্লাবের সাধারণ পরিষদের ১২ জন বৈধ সদস্যের মধ্যে দখলদারদের সহযোগী হিসেবে চিহ্নিত ৫ জন বৈধ সদস্যকে ওই সভায় ডাকা হয়নি। সাধারণ পরিষদের ওই ৫ জন বৈধ সদস্যকে বাদ দিয়ে বাকি ৭ জন বৈধ সদস্যের সবাই ওই সভায় উপস্থিত হন। সাধারণ পরিষদের সংখ্যাগরিষ্ঠ সদস্য উপস্থিতি হওয়ায় প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভার কোরাম পূর্ণ হয়।
ওই সভার সিদ্ধান্ত মোতাবেক রবিবার (১২ জানুয়ারি) গৌরনদী প্রেসক্লাবের বিশেষ সাধারণ সভা আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।