১০ বছর পর কক্সবাজারে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদ, জনতার ঢল

কাগজ ডেস্ক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৪, ০২:২৩ পিএম

কক্সবাজার বিমানবন্দরে সালাহউদ্দিন আহমেদ। ছবি: সংগৃহীত
দীর্ঘ ১০ বছর পর নিজ জন্মভূমি কক্সবাজারে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। বুধবার (২৮ আগস্ট) বেলা ১১টা ৪২ মিনিটে তিনি বেসরকারি উড়োজাহাজ ইউএস বাংলার একটি ফ্লাইটে কক্সবাজার বিমানবন্দরে অবতরণ করেন।
সালাহউদ্দিন আহমেদের আগমন উপলক্ষে সকাল থেকেই বিমানবন্দরে জমায়েত হতে থাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মী ও সমর্থকরা। পুরুষদের পাশাপাশি নারীদেরও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। ফেস্টুন, ব্যানার এবং বাদ্যযন্ত্র বাজিয়ে নেচে-গেয়ে তারা তাদের প্রিয় নেতাকে স্বাগত জানান। এসময় তাদেরকে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী জানান, আমাদের প্রিয় নেতা সালাহউদ্দিন আহমেদ বিমানবন্দরে অবতরণ করেছেন। মানুষের বিপুল উপস্থিতির কারণে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ২০ মিনিট সময় লেগেছে। শৃঙ্খলা ফিরে আসার পর তিনি বিমানবন্দর থেকে বের হন।
জানা যায়, সালাহউদ্দিন আহমেদের সঙ্গে তার সহধর্মিনী এবং কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমেদও উপস্থিত ছিলেন। বিমানবন্দর থেকে কক্সবাজার জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজিত সংবর্ধনায় যোগ দেবেন তিনি।
এরপর দুপুর ২টায় চকরিয়া বাস টার্মিনালে চকরিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠন আয়োজিত সংবর্ধনা সভায় যোগ দেবেন সালাহউদ্দিন আহমেদ। বিকেল ৪টায় পেকুয়া চৌমুহনী চত্বরে পেকুয়া উপজেলা বিএনপি আয়োজিত সংবর্ধনা সভায়ও অংশ নেবেন তিনি।
আরো পড়ুন: বদলে যাচ্ছে হাইটেক পার্কের নাম
সালাহউদ্দিন আহমেদের কক্সবাজারে আগমনের খবরে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা যায়। ১০ বছর পর প্রিয় নেতাকে দেখতে বিপুল সংখ্যক মানুষ বিমানবন্দর থেকে কলাতলী পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার এলাকাজুড়ে ভিড় জমায়।