মৎস্যজীবী দলের বিক্ষোভ সমাবেশ স্থগিত

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০১ নভেম্বর ২০২৪, ১০:৪৮ পিএম

ছবি: সংগৃহীত
শনিবার (২ নভেম্বর) পূর্বঘোষিত রাজধানীর নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি স্থগিত করেছে জাতীয়তাবাদী মৎস্যজীবী দল।
শুক্রবার (১ নভেম্বর) রাতে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে স্থগিতের বিষয়টি জানানো হয়। ‘ভারতের মৎস্য আগ্রাসনের প্রতিবাদে’ শনিবার বেলা ১১টায় এ কর্মসূচি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
রাজধানীর বিজয়নগরে জাতীয় পার্টির অফিস ঘিরে সৃষ্ট উত্তপ্ত পরিস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কাকরাইল ও এর আশপাশের এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করায় এই কর্মসূচি স্থগিত করল দলটি।
শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. মাইনুল হাসানের সই করা এক গণ বিজ্ঞপ্তিতে শনিবার রাজধানীর কাকরাইল এলাকার পাইওনিয়ার রোডের ৬৬ নম্বর ভবন, পাইওনিয়ার রোড, কাকরাইলসহ আশপাশের এলাকায় কোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি নিষিদ্ধ ঘোষণা করা হয়।