×

বিএনপি

সুনামগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটি, ঠাঁই পাননি মধ্যনগরের কোনো নেতা

Icon

রাসেল আহমদ, মধ্যনগর (সুনামগঞ্জ) থেকে

প্রকাশ: ০৪ নভেম্বর ২০২৪, ০৯:৩৭ পিএম

সুনামগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটি, ঠাঁই পাননি মধ্যনগরের কোনো নেতা

ছবি: সংগৃহীত

   

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সুনামগঞ্জ জেলার নব ঘোষিত কমিটিতে জেলার ১২টি উপজেলার মধ্যে ১১ উপজেলার একাধিক গুরুত্বপূর্ণ নেতাদেরকে রাখা হলেও কমিটিতে ঠাঁই পাননি মধ্যনগর উপজেলার কোনো নেতা। এ নিয়ে ওই উপজেলা বিএনপি'র তৃনমূল নেতাকর্মীদের মধ্যে চাপা ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।

সোমবার (৪ নভেম্বর) বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজ থেকে সংগঠনের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিএনপির কেন্দ্রীয় কমিটি ওই জেলার ৩২ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছে মর্মে নিশ্চিত করা হয়। এর আগে রবিবার রাতে সুনামগঞ্জ জেলা বিএনপির পুরনো কমিটি বাতিল করা হয়।

নব ঘোষিত কমিটিতে জেলার সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি ও সুনামগঞ্জ-৫ আসনের সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলনকে আহ্বায়ক করা হয়েছে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন- মিজানুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট মল্লিক মইন উদ্দিন সোহেল, অ্যাডভোকেট শেরে নুর আলী, অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল, নাদের আহমেদ, আকবর আলী, অ্যাডভোকেট মাসুক আলম, আনিসুল হক, আব্দুল মোতালেব খাঁন, রেজাউল হক, আনছার উদ্দিন, শামসুল হক নমু, আ ত ম মিছবাহ, ব্যারিস্টার আবিদুল হক, ফারুক আহমেদ (দক্ষিণ সুনামগঞ্জ), সেলিম উদ্দিন, আবুল কালাম আজাদ, ফারুক আহমদ (ছাতক), আব্দুর রহমান, নজরুল ইসলাম (সুনামগঞ্জ), কামরুজ্জামান কামরুল, নাসিম উদ্দিন লালা, মো. মুনাজ্জির হোসেন সুজন, অ্যাডভোকেট জিয়াউল ইসলাম শাহিন, নজরুল ইসলাম (ছাতক), আব্দুল মুকিত, মো. শফিকুল ইসলাম, আলহাজ আব্দুল বারি, সিরাজ মিয়া, নুর আলী ও মো. আবুর রশীদ।

আরো পড়ুন: ১০ জেলা ও মহানগরে নতুন কমিটি ঘোষণা করলো বিএনপি

এদিকে সদ্য বিলুপ্ত জেলা কমিটির সদস্য ও মধ্যনগরের বিএনপি নেতা কামাল হোসেন বলেন, ২০০৪ সালে মধ্যনগরকে সাংগঠনিক থানা হিসেবে স্বীকৃতি দিয়ে বিএনপির থানা কমিটি গঠন করা হয়। এরপর থেকে গঠিত সবকটি জেলা কমিটিতে মধ্যনগর বিএনপির প্রতিনিধি ছিল। নব ঘোষিত এই কমিটিতে মধ্যনগর উপজেলার কেউ ঠাঁই পাননি। এতে তৃনমূল নেতাকর্মীদের মধ্যে ব্যাপক হতাশা ও চাপা ক্ষোভের সৃষ্টি হয়েছে। আশা করি জেলার নেতারা অন্যান্য ১১টি উপজেলার মতো মধ্যনগর বিএনপিকে যথাযথভাবে মূল্যায়ন করবেন।

এদিকে নতুন কমিটিতে মধ্যনগর উপজেলার কোনো নেতার নাম না থাকা প্রসঙ্গে ওই উপজেলা বিএনপি'র ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদ তালুকদার বলেন, নব ঘোষিত কমিটিতে মধ্যনগর উপজেলা থেকে কাউকে না রাখায় আমাদের প্রতি অবজ্ঞার বহিঃপ্রকাশ ঘটানো হয়েছে বলে আমরা মনে করছি। অথচ দলের দূর্দিনে এ উপজেলার অসংখ্য নেতাকর্মী জেল-জুলুম মোকাবিলা করেই দলকে সুসংগঠিত রেখেছে। তবে আমরা কেন্দ্রের নির্দেশনা মানি। তাই সুনামগঞ্জ জেলা বিএনপির নব ঘোষিত কমিটিকে অভিনন্দন জানাচ্ছি। 

এ বিষয়ে নব ঘোষিত জেলা কমিটির আহ্বায়ক কলিম উদ্দিন মিলন ভোরের কাগজকে বলেন, আমি এখনো কমিটির কাগজটা হাতে পাইনি। এখন সিলেট থেকে ঢাকার পথে আছি। কমিটির অনুমোদিত কপি হাতে পেয়ে আপনাদের জানাবো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App