×

বিএনপি

সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে রিজভী, নেপথ্য কারণ জানা গেল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৪, ০৬:৩৩ পিএম

সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে রিজভী, নেপথ্য কারণ জানা গেল

ছবি : সংগৃহীত

   

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নাটোরের বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর গ্রামে হামলায় আহত সাবেক ছাত্রলীগ নেতা উজ্জ্বল কুমার মণ্ডল (২৫)-এর বাড়ি পরিদর্শন করেছেন। রবিবার (২৪ নভেম্বর) দুপুরে উজ্জ্বলের পরিবারের সঙ্গে দেখা করে তাদের সমবেদনা জানান তিনি।  

রিজভী বলেন, যারা আইন হাতে তুলে নেবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি কখনো সহিংসতাকে সমর্থন করে না এবং এর বিরুদ্ধে দৃঢ় অবস্থানে রয়েছে।  

বাড়ি পরিদর্শনের পর রিজভী নাটোরে জেলা বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অংশ নেন। সেখানে তিনি বলেন, ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রোধে দল সঠিক ব্যবস্থা নিচ্ছে। আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে আমি এখানে এসেছি। পুলিশকে স্পষ্টভাবে জানিয়েছি, যারা উজ্জ্বলকে নির্যাতন করেছে, তারা যেন কোনভাবেই পার পেয়ে না যায়। 

উল্লেখ্য, গত ২০ নভেম্বর দুপুরে কালিকাপুর গ্রামে অন্তঃসত্ত্বা স্ত্রীর চিকিৎসার জন্য বাড়ি ফেরার পথে উজ্জ্বল কুমার মণ্ডলের ওপর হামলা চালায় বিএনপি নেতাকর্মীরা। অভিযোগ রয়েছে, বনপাড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এ বি এম ইকবাল হোসেনের অনুসারী শ্রমিক দলের জালাল ভূঁইয়া, যুবদলের জাহাঙ্গীর আলম, এবং শুভসহ কয়েকজন নেতা এই হামলায় জড়িত ছিলেন।  

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন আত্মগোপনে থাকা উজ্জ্বলকে হামলার সময় স্থানীয়রা আটক করে রাখে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে বড়াইগ্রাম উপজেলা হাসপাতালে ভর্তি করে। চিকিৎসার পর আদালত তার জামিন মঞ্জুর করে।  

ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়। বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, স্থানীয় কিছু মানুষ উজ্জ্বলকে আটক করে রেখেছিল। আমরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠাই।  

হামলার ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পুলিশ হামলাকারীদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেয়ার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App