আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১২

আরিফুল ইসলাম, সালথা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২৫, ১১:০৩ পিএম

প্রতীকী ছবি
ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (১৮ জানুয়ারি) বিকেলে উপজেলার আটঘর ইউনিয়নের নকুলহাটি বাজারে সংঘর্ষের এই ঘটনা ঘটে। গুরুতর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উপজেলা বিএনপির প্রচার সম্পাদক নাসির মাতুব্বরের সঙ্গে যুবদল নেতা হাসান আশরাফের বিরোধ চলছিল। শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে স্থানীয় নকুলহাটি বাজার থেকে নাসিরের সমর্থক রাজুকে মারধর করেন হাসান আশরাফের সমর্থকরা। এ ঘটনার জেরে শনিবার দুপুর থেকে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিলো। এরপর সন্ধ্যার দিকে নকুলহাটি বাজারে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন।
আরো পড়ুন: জিয়াউর রহমানের জন্মবাষির্কী উপলক্ষে মির্জা ফখরুলের বাণী
বিএনপি নেতা নাসির মাতুব্বর বলেন, ‘কোনো কারণ ছাড়াই শুক্রবার রাতে আমার সমর্থক রাজুকে মারধর করে হাসান আশরাফের লোকজন। এ নিয়ে আজকে দুই পক্ষের মধ্যে মারামারি হয়েছে। যুবদল নেতা হাসান আশরাফ বলেন, ‘আমি এলাকায় ছিলাম না। আমি বিএনপি নেত্রী শামা ওবায়েদ আপার সঙ্গে ছিলাম। তবে আমার লোকজনের সঙ্গে মারামারি হয়েছে বলে শুনেছি।’
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকা শান্ত রয়েছে। সংঘর্ষ এড়াতে এলাকায় পুলিশ টহল বাড়ানো হয়েছে। অভিযোগ পাওয়া সাপেক্ষে তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।