×

বলিউড

করণের কাছে অনন্যার যে আবদার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ আগস্ট ২০২৪, ০৩:২৩ পিএম

করণের কাছে অনন্যার যে আবদার

ছবি : সংগৃহীত

   

বলিউডের অভিনেত্রী অনন্যা পান্ডে। ‘কল মি বে’-এর হাত ধরে প্রথমবার পা রাখতে চলছেন ওটিটিতে। নায়িকার অনুরাগীরাও তার প্রথম সিরিজ মুক্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আর এর মাঝেই তার ভক্তদের মধ্যে উৎসাহ আরো বাড়িয়ে দিতে প্রকাশ্যে আনলেন সিরিজের নতুন প্রোমো ও মুক্তির দিনক্ষণ।

প্রোমোতে দেখা গেছে অনন্যা পান্ডে একটি রকেটে বসে করণ জোহরের নাম করে ডেকে যাচ্ছেন। অন্যদিকে, করণ তার সহকর্মীদের নির্দেশ দিতে ব্যস্ত। অনন্যার ডাকাডাকিতে পরিচালক তার কাছে গেলে, অনন্যা বলেন, ‘কী করছ তুমি?’ করণ বলেন, ‘তোমাকে লঞ্চ করার ব্যবস্থা করছি।’

তখন অনন্যা বলেন, ‘তুমি আমাকে আগেই তো লঞ্চ করেছ।’ এরপর করণ তার ছবির একটি ডায়লগের অনুকরণে বলতে শুরু করেন, ‘আমরা একবার বাঁচি, একবার মরি, বিয়েও একবার করি, কিন্তু লঞ্চ তো বার বারই করা যায়, তাই না।’ অবাক হয়ে নায়িকা জিজ্ঞাসা করেন '‘কী?’ এরপর স্বভাবচিত ভঙ্গিতে করণ বলেন, ‘প্রিয় ওটা বলিউড লঞ্চ ছিল, এটা ওটিটি লঞ্চ।’

আরো পড়ুন : যে কারণে রাজপালের বাড়িতে তালা দিলো ব্যাংক

করণের এক সহকর্মী তার থেকে জানতে চান তিনি কোথায় অনন্যাকে লঞ্চ করতে চান, করণ জানান অবশ্যই প্রাইম ভিডিও-এ। এই কথা শুনে বেশ খুশি হয়ে যান অভিনেত্রী। করণের থেকে জানতে চান, তিনি কোন চরিত্রে অভিনয় করবেন? করণ বলেন, ‘একেবারে নতুন কিছু, যা তোমার জন্য ভীষণ চ্যালেঞ্জিং হবে। এমন একটা রোল যা তুমি আগে কখন করনি।’ 

এরপর অন্যনা আবদার করে বলেন, ‘আমাকে গরীব একটি মেয়ের চরিত্রে দেখা যেতে পারে? মির্জাপুরের মতো।’ এরপর করণ বলেন, ‘হ্যাঁ একদম কাছাকাছি আন্দাজ করেছ চরিত্রটা। একজন সাউথ দিল্লির ধনী পরিবারের মেয়ে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App