স্বামী নেই, তবুও যার জন্য সিঁদুর পরেন রেখা

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৫ অক্টোবর ২০২৪, ১০:১৬ এএম

বলিউড অভিনেত্রী রেখা। ছবি : সংগৃহীত
বলিউডের প্রবীণ অভিনেত্রী রেখার ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার যেন শেষ নেই। ৬৯ বছরে কখনো প্রেম নিয়ে নাম জড়িয়েছে অমিতাভ বচ্চনের সঙ্গে, আবার কখনো সঞ্জয় দত্তের সঙ্গে। এমনকী জুটেছে 'ঘরভাঙানি' তকমাও। একে একে তার চরিত্র নিয়েও উঠেছে বহু প্রশ্ন।
মাত্র ১৩ বছর বয়স থেকে সাংসারিক অনটনের তাগিদে শোবিজে ডেবিউ করতে হয়েছিল রেখাকে। এরপর রেখা বিয়েও করেন। দিল্লির ব্যবসায়ী মুকেশ আগরওয়াল ছিলেন তার স্বামী। বিয়ের কিছু মাসের মধ্যে যদিও আত্মহত্যা করেন মুকেশ।
সাধারণত সনাতনী রীতি অনুযায়ী, স্বামী বিয়োগে সিঁদুর মুছে ফেলতে হয় স্ত্রীকে। কিন্তু স্বামী মারা যাওয়ার পরেও সিঁদুর পরতেন রেখা। এখনো সিঁদুর পরতে দেখা যায় তাকে! এ নিয়ে অবশ্য আলোচনা একেবারে কমও হয়নি। কেন সিঁদুর পড়তেন, তা নিয়ে জবাবও দিয়েছিলেন অভিনেত্রী।
এক সাক্ষাৎকারে রেখা বলেছিলেন, যে শহরে আমার জন্ম সেখানে সিঁদুর ফ্যাশনের অংশ। আমার মনে হয় সিঁদুর পরলে আমাকে দেখতে ভালো লাগে। তাই নিজের জন্যই সিঁদুর পরি আমি। সিঁদুর আমাকে বেশ মানায়।
এদিকে অভিনেতা পুনিত ইসার অভিনেত্রীর এই বক্তব্যের ওপর কটাক্ষ করে রেখার উদ্দেশে বলেছিলেন, রেখা নাকি সিঁদুর পরেন অমিতাভ বচ্চনের জন্য। তাদের প্রেম যে ছিল, এ খবর তো সকলেরই জানা। তবে তারা বিয়ে করেছিলেন কিনা এ নিয়ে গুঞ্জন থাকলেও সঠিক কোনো প্রমাণ আজ পর্যন্ত মেলেনি।সব মিলিয়ে এ নিয়ে বিতর্কে ভরা জীবন রেখার। এরপরও তাকে নিয়ে মানুষের মনে আগ্রহে কিন্তু একটুও ভাঁটা পড়েনি।
আরো পড়ুন : ঘনিষ্ঠ মুহূর্তের ভাইরাল ভিডিও কি অভিনেত্রী ওভিয়ার?