‘ধুম ৪’ এ রণবীরের নায়িকা কে?

কাগজ ডেস্ক
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৪, ০৯:২০ পিএম

কিয়ারা আদভানি, রণবীর কাপুর ও শ্রদ্ধা কাপুর। ছবি: ইন্সটাগ্রাম
বলিউডে সকালে কোনো ছবির জন্য নায়িকার নাম প্রকাশ্যে এলে, বিকেলেই তাতে বদল। আরব সাগরে যতটা ঢেউয়ের ওঠাপড়া তার তিনগুণ ওঠাপড়া এই বলিপাড়ায়।
‘ধুম ৪’-এর কথাই যেমন। দিন দুই আগে শোনা গিয়েছিল, রণবীর কাপুরের বিপরীতে দেখা যেতে পারে শ্রদ্ধা কাপুরকে। ‘তু ঝুটি ম্যায় মাক্কার’ ছবিতে তাদের রসায়ন দর্শকের পছন্দ হয়েছিল। ফলে, দ্বিতীয়বার তাদের জুটি বাঁধার সম্ভাবনা তৈরি হতেই দুই তারকার অনুরাগীরা দারুণ খুশি।
আরো পড়ুন: যে কারণে ব্রেসলেট সবসময় পরে থাকেন সালমান খান

দু’দিন কাটতে না কাটতেই জল্পনা, ছবির অভিনেতাদের তালিকায় নাকি বড় বদল। শ্রদ্ধা না-ও থাকতে পারেন। পরিবর্তে কিয়ারা আদভানি আর শর্বরী ওয়াগের নাম শোনা যাচ্ছে। এদের একজন পুলিশ আধিকারিকের ভূমিকায় অভিনয় করবেন আর একজন দাপুটে খলনায়িকার। অর্থাৎ তিনিই রণবীরের বিপরীতে। এবার কোন নায়িকার ভাগ্যের শিকে ছিঁড়বে তাই নিয়ে জোর জল্পনা শুরু। যদিও এই বিষয়ে এখনো কোনো ঘোষণা হয়নি নির্মাতার তরফ থেকে।
এদিকে চুলের ছাঁদ বদলে রণবীরের নতুন লুক রীতিমতো হইচই ফেলে দিয়েছে সামাজিকমাধ্যমে। ক্রু কাটে আরো ধারালো দেখাচ্ছে অভিনেতাকে। কানে হিরের স্টাড আর চোখে রোদচশমা— সব মিলিয়ে নায়ক তার আগামী ছবির জন্য তৈরি। দুর্গাপুজোয় রানি মুখ্যার্জির বাড়িতে গিয়েছিলেন রণবীর। তখনকার তোলা ছবি বলছে, অ্যাকশনধর্মী ছবিতে নিখুঁত অভিনয়ের জন্য নায়ক ইতোমধ্যেই ওজন কমিয়ে আরো ছিপছিপে হয়েছেন।