×

বলিউড

‘ভাগম ভাগ টু’-এ গোবিন্দর সঙ্গে অক্ষয়!

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ নভেম্বর ২০২৪, ০৯:৪৮ এএম

‘ভাগম ভাগ টু’-এ গোবিন্দর সঙ্গে অক্ষয়!

ছবিটির স্ক্রিপ্ট লেখার কাজ চলছে। ছবি : সংগৃহীত

   

বলিউডের সিক্যুয়েল ছবির তালিকায় নাম লেখাতে চলেছে কমেডি ঘরানার ছবি ‘ভাগম ভাগ।’ শীঘ্রই বড় পর্দায় আসছে ‘ভাগম ভাগ- টু’। সেই আইকনিক কমেডি ছবির সিক্যুয়েল নিয়ে এখন চর্চা তুঙ্গে। এবার ছবির তারকা সারিদের তালিকা নিয়ে পাওয়া গেল বড় খবর।

পিঙ্কভিলার একটি রিপোর্ট থেকে জানা গেছে, শিমারুর থেকে ভাগম ভাগের স্বত্ব কিনে নিয়েছেন খিলাড়ি অক্ষয় কুমার। শুধু তাই নয়, ‘ভাগম ভাগ টু’ নিয়েও কাজ শুরু করে দিয়েছেন অক্ষয়।

আবার শুধু ভাগম ভাগ নয়, অক্ষয় কুমার হেরা ফেরি ফ্র্যাঞ্চাইজির স্বত্বও কিনে নিয়েছেন বলে খবর। ফলে বলিউডের জনপ্রিয় কমেডি ফ্র্যাঞ্চাইজিগুলোকে আবারো পর্দায় নিয়ে আসতে অক্ষয় যে বদ্ধপরিকর, তা আর বলার অপেক্ষা রাখে না।

জানা গেছে, বর্তমানে ‘ভাগম ভাগ টু’-এ ছবিটির স্ক্রিপ্ট লেখার কাজ চলছে। একেবারে একটা নতুন টিমকে সেই কাজে নিয়োগ করা হয়েছে। চেষ্টা করা হচ্ছে যাতে সেই গল্পেও আসল সুপারহিট ছবিটির মতো এনার্জি এবং মজা রাখা যায়।

জানা গেছে, এই ছবিতেও পরেশ রাওয়াল এবং গোবিন্দকে নিতে আগ্রহী অক্ষয় কুমার। ‘ভাগম ভাগ’ ছবিটিতে তারা তিনজনই ছিলেন মুখ্য অভিনেতা। ফলে সিক্যুয়েলেও যদি আবার তাদের তিনজনকেই দেখা যায় সেটা যে একটা রিইউনিয়নের পাশাপাশি তাদের দুর্দান্ত কমিক কেমিস্ট্রিকে পুনরায় দেখার সুযোগ হয়ে উঠবে।

‘ভাগম ভাগ’ ছবিটি ২০০৬ সালে মুক্তি পেয়েছিল। প্রিয়দর্শন সেই ছবিটির পরিচালনা করেছিলেন। গল্পের হাস্যরস, টুইস্ট, ইত্যাদি সব মিলিয়ে সেটাকে অনবদ্য করে তুলেছিল। বক্স অফিসে দারুণ সাফল্যের পাশাপাশি দর্শকদের মন জয় করে নিয়েছিল সেই ছবি।

আরো পড়ুন : সালমানকে আবারো হুমকি দিল বিষ্ণোই গ্যাং, কারণ যা জানা গেল

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App