তাড়াহুড়োয় বিয়ে করে অসুখী হতে চান না এই অভিনেত্রী

কাগজ ডেস্ক
প্রকাশ: ১০ নভেম্বর ২০২৪, ১০:৫৩ এএম

ভূমি পেডনেকর
বলিউড অভিনেত্রী ভূমি পেডনেকর তার ক্যারিয়ারে একের পর এক চ্যালেঞ্জ গ্রহণ করেছেন এবং সফলভাবে তা পার করেছেন। 'দম লাগাকে হাইসা' ছবিতে তার অভিনয় নজর কেড়েছিল, যেখানে তার চরিত্রের জন্য ২০ কেজি ওজন বাড়াতে হয়েছিল। সেই ছবিতে অভিনয়ের জন্য ব্যাপক প্রশংসা পেয়েছিলেন ভূমি, এবং এরপর একের পর এক হিট ছবির মাধ্যমে তার ক্যারিয়ার আরো শক্তিশালী করেছে।
অক্ষয় কুমারের বিপরীতে 'টয়লেট: এক প্রেম কথা', রাজকুমার রাও-এর বিপরীতে 'বাধাই দো', এবং আয়ুষ্মান খুরানার বিপরীতে 'বালা'—এইসব সিনেমায় ভূমির চরিত্রগুলি তার অভিনয় দক্ষতার নতুন মাত্রা দেখিয়েছে।
বর্তমানে ভূমি প্রায়ই বিভিন্ন পুরস্কার অনুষ্ঠানে এবং ছবির প্রচারে অংশ নেন, যেখানে তার পোশাক নিয়ে দর্শকদের আগ্রহের শেষ নেই। একদিকে যেমন তিনি আধুনিক ও সাহসী লুক বেছে নেন, তেমনি মাঝে মাঝে তাকে দেখা যায় অদ্ভুত ধরনের পোশাকে, যা নেটিজেনদের প্রশংসা ও কটাক্ষ দুই-ই আকর্ষণ করে। তবে, ভূমি এসব কটাক্ষের প্রতিক্রিয়া না দিলেও তার আত্মবিশ্বাসই তার শক্তি হিসেবে কাজ করছে, এবং সেই আত্মবিশ্বাসই তার প্রতিটি সাফল্যের চাবিকাঠি।
অভিনেত্রীর ব্যক্তিগত জীবনও প্রায়ই আলোচনার বিষয় হয়ে ওঠে। যখনই তার বিয়ে নিয়ে প্রশ্ন উঠেছে, তখনই তিনি নিজের মতামত পরিষ্কার করেছেন।
সম্প্রতি মুম্বাইয়ের এক সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে ভূমি বলেন, কোনওকিছুর জন্য তাড়াহুড়ো করিনি, তাই জীবনসঙ্গী বাছাই করার ক্ষেত্রেও সময় নিচ্ছি। আমি বিশ্বাস করি, একজন ভালো মানুষের সঙ্গে জীবন কাটানো জরুরি। তবে তাড়াতাড়ি ভালো মানুষ খুঁজে বের করতে হবে—এমন ভাবনা কখনোই আমার মাথায় আসে না।"
এছাড়াও, তিনি বলেন, যদি আমার ভালোবাসার মানুষকে খুঁজে পেতে দশ বছর, বিশ বছর বা কাল পর্যন্ত সময় লাগে, আমি অপেক্ষা করব। তাড়াহুড়ো করে বিয়ে করে অসুখী দাম্পত্য জীবন কাটাতে চাই না।