জন্মদিনে শাশুড়িকে ‘গ্যাংস্টার’ তকমা দিলেন বেবো, কিন্তু কেন?

কাগজ ডেস্ক
প্রকাশ: ০৮ ডিসেম্বর ২০২৪, ০৬:৫২ পিএম

শর্মিলাকে জন্মদিনে 'গ্যাংস্টার' তকমা দিলেন কারিনা
৭৯ বছরে পা রাখলেন শর্মিলা ঠাকুর। শাশুড়িকে সামাজিকমাধ্যমে জন্মদিনের শুভেচ্ছা জানালেন পুত্রবধু বলিউড নায়িকা কারিনা কাপুর খান। সাজগোজ বা প্রসাধনীতে ঢাকা কোনো ছবি নয়। একেবারে মেকআপ ছাড়া ঘরোয়া একটি ছবি শেয়ার করলেন বলিউডের ‘বেবো’।
শাশুড়ি-বৌমা দু’জনেরই ঘরোয়া পোশাক। ছবির সৌন্দর্য বাড়িয়েছে তাদের মুখের উজ্জ্বল হাসি ও সমীকরণ। আরো দুটি ছবি ভাগ করে নিয়েছেন কারিনা। একটিতে দেখা যাচ্ছে, শর্মিলার চুলে লাগানো রোলার, চোখে রোদচশমা। শেষের ছবিতে নাতি জেহ্-র সঙ্গে খুনসুটিতে মেতে ঠাকুমা শর্মিলা।

সামাজিক মাধ্যমে ছবিগুলো ভাগ করে ক্যাপশনে কারিনা প্রশ্ন রেখেছেন, “কে ‘কুলেস্ট গ্যাংস্টার’? আমাকে কি সেটা বলে দিতে হবে? শাশুড়ি মাকে জন্মদিনের শুভেচ্ছা।”
আরো পড়ুন: গুরুতর অসুস্থ অভিনেত্রী সায়রা বানু
শাশুড়ি-বৌমার সম্পর্ক কি সব সময় আদায়-কাঁচকলায়? শুধুই কি তাদের মধ্যে মন কষাকষি পর্ব লেগে থাকে? ভারতীয় দর্শক ছোট পর্দায় তেমন সমীকরণ দেখতেই অভ্যস্ত দর্শক। কিন্তু বলিউডের অন্যতম শাশুড়ি-বৌমা জুটি শর্মিলা ঠাকুর ও করিনা কাপুরের সমীকরণে রয়েছে অন্য স্বাদ। জন্মদিনে শাশুড়িকেই ‘গ্যাংস্টার’ তকমা দিয়ে বসলেন বেবো।
কারিনা এর আগেও তার শাশুড়ির সঙ্গে সমীকরণ নিয়ে কথা বলেছিলেন। অভিনেত্রী জানিয়েছিলেন, শর্মিলাই তাদের পরিবারের ভিত। এক সুতোয় গোটা পরিবারকে তিনি বেঁধে রেখেছেন। শর্মিলাও তার পুত্রবধূর প্রশংসা করেছেন একাধিক সাক্ষাৎকারে। কারিনাকে নাটকীয় ও রসিক হিসাবেই চেনে গোটা বলিউড। কিন্তু শাশুড়ির মতে করিনা নাকি খুব শান্ত।
এক সাক্ষাৎকারে শর্মিলা বলেছিলেন, “কারিনা খুবই শান্ত। কখনও চিৎকার করে না। কারিনার উপস্থিতি এমনকি আমাকেও শান্ত করে দেয়।” কারিনা নাকি সব সময় মাথা ঠান্ডা রাখেন। বিশেষ করে বাড়ির পরিচারক বা পরিচারিকাদেরর সঙ্গে কারিনার কথা বলার ধরনে মুগ্ধ শর্মিলা।