×

বলিউড

সাইফের হামলাকারী বাংলাদেশি নন, দাবি আইনজীবীর

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৫, ১১:৩৬ এএম

সাইফের হামলাকারী বাংলাদেশি নন, দাবি আইনজীবীর

তিনি পরিবারসহ সাত বছরের বেশি সময় ধরে মুম্বাইয়ে বসবাস করছেন। ছবি : সংগৃহীত

   

সাইফ আলী খানের ওপর হামলাকারী মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদকে বাংলাদেশি নাগরিক বলে সন্দেহ প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। তবে অভিযুক্তের আইনজীবী এই অভিযোগ অস্বীকার করেছেন এবং দাবি করেছেন, শেহজাদ একজন ভারতীয় নাগরিক। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

রবিবার (১৯ জানুয়ারি) অভিযুক্তের আইনজীবী বলেছেন, গ্রেপ্তার মোহাম্মদ শরিফুল ইসলাম বাংলাদেশি নাগরিক, এমন কোনো প্রমাণ পুলিশের কাছে নেই। বরং তিনি পরিবারসহ সাত বছরের বেশি সময় ধরে মুম্বাইয়ে বসবাস করছেন। ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

আইনজীবী সন্দ্বীপ শেখানি বলেন, শেহজাদকে পাঁচ দিনের পুলিশ রিমান্ডে দেয়া হয়েছে এবং আদালত এই সময়ের মধ্যে পুলিশকে একটি প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। তবে তিনি যে বাংলাদেশি, এর পক্ষে কোনো প্রমাণ পুলিশের কাছে নেই। ছয় মাস আগে তিনি এখানে এসেছেন পুলিশের এমন দাবিও অসত্য। এটি ভারতীয় দণ্ডবিধির ৪৩এ ধারার সুস্পষ্ট লঙ্ঘন। কারণ এই মামলায় সঠিক তদন্ত করা হয়নি।

আরো পড়ুন : সাইফকে দেখতে হাসপাতালে ছেলে জেহ-তৈমুর

এই মামলায় পদ্ধতিগত ত্রুটিরও অভিযোগ করেছেন আইনজীবী সন্দ্বীপ। এছাড়া যে কারণে অভিযুক্তকে রিমান্ডে নেয়া হয়েছে, সেটি নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

আইনজীবী শেখানি বলেন, মামলায় ফাঁক-ফোকর আছে। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী নোটিশ জারি হয়নি। পুলিশি রিমান্ডে দেয়া হলেও রিমান্ড কপি বা এফআইআর কপিতে জীবনের হুমকি বা হত্যার হুমকির কোনো উল্লেখ নেই। তা সত্ত্বেও ধারাগুলো যুক্ত করা হচ্ছে। এই ঘটনায় হত্যার কোনো উদ্দেশ্য ছিল না।

অভিযুক্ত শেহজাদের আরেক আইনজীবী দীনেশ প্রজাপতিও এসব অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, পুলিশ রিমান্ডের দাবি করেছিল। কিন্তু রিমান্ডে নেয়ার জন্য যেসব কারণ তুলে ধরা হয়েছে, সেগুলো পর্যাপ্ত নয়। তার কাছ থেকে কিছুই উদ্ধার করা হয়নি এবং পুলিশ তাকে একজন বাংলাদেশি নাগরিক হিসাবে প্রমাণ করে এমন কোনো নথিও আদালতের কাছে উপস্থাপন করেনি। তা সত্ত্বেও আদালত পাঁচ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন।

মুম্বাইয়ের একটি আদালতে মোহাম্মদ শরিফুল ইসলাম শেহজাদকে তোলার পর তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

এর আগে, অভিযুক্তকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ জানিয়েছিল তাদের প্রাথমিক ধারণা অভিযুক্ত হামলাকারী বাংলাদেশি এবং ছয় মাস আগে পশ্চিমবঙ্গ সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। অবৈধভাবে ভারতে প্রবেশের পর তার নাম পরিবর্তন করেন। অভিযুক্ত হামলাকারী নিজেকে বিজয় দাস হিসেবে নিজের পরিচয় দিতেন। তিনি আরো কয়েকজনসহ মুম্বাই ও এর আশেপাশে বসবাস করতেন।

 বুধবার (১৫ জানুয়ারি) রাতে ভারতের মুম্বাইয়ে নিজ বাসায় অনুপ্রবেশকারীর ছুরিকাঘাতে আহত হয়ে হাসপাতালে ভর্তি হন বলিউডের জনপ্রিয় অভিনেতা সাইফ আলী খান।


 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App