সাইফের ওপর হামলা: মহারাষ্ট্রে বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

কাগজ ডেস্ক
প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৫, ০৮:১৩ পিএম

বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ জারি করেছে। ছবি : সংগৃহীত
ভারতের পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র সরকারকে রাজ্যে বসবাসরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরে এক চিঠির মাধ্যমে বাংলাদেশিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার এই নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়।
মুম্বাইয়ে বলিউড অভিনেতা সাইফ আলি খানের ওপর এক বাংলাদেশির হামলার ঘটনায় শিবসেনার উপনেতা রাহুল রমেশ শেওয়াল উদ্বেগ প্রকাশ করার পর এই পদক্ষেপ নেয়া হয়েছে।
শিবসেনার উপনেতা ও সাবেক সংসদ সদস্য শেওয়াল বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর প্রতি আহ্বান জানান। তার আহ্বানের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ জারি করেছে।
রাজ্যে বসবাসরত অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিষয়ে বিস্তারিত প্রতিবেদন প্রকাশের দাবি জানিয়েছেন শিবসেনা দলীয় সংসদ সদস্য মিলিন্দ দেওরা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসকে লেখা এক চিঠিতে রাজ্যের বাসিন্দাদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে কঠোর পদক্ষেপের প্রয়োজনীয়তা তুলে ধরেন মিলিন্দ দেওরা।
আরো পড়ুন : হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন সাইফ আলি
অভিনেতা সাইফ আলি খানের ওপর হামলার ঘটনায় বাংলাদেশি জড়িত বলে মুম্বাই পুলিশ দাবি করার পর রাজ্য সরকারের তীব্র সমালোচনা করে সেখানকার বিরোধী দলগুলো। মুম্বাইয়ের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস ব্যর্থ হয়েছেন বলে অভিযোগ করেছে শিবসেনা (ইউবিটি) ও কংগ্রেস।
গত ১৬ জানুয়ারি মুম্বাইয়ে নিজ বাড়িতে হামলার শিকার হন সাইফ আলি খান। মুম্বাই পুলিশ বলেছে, ওই দিন স্থানীয় সময় রাত আড়াইটার দিকে সাইফ আলি খানের বাসায় ঢুকে পড়েন শরিফুল ইসলাম শেহজাদ নামের বাংলাদেশি। পরে সেখানে ধস্তাধস্তির এক পর্যায়ে বলিউডের এই অভিনেতাকে ছুরিকাঘাত করেন তিনি। এতে তার শরীরে অন্তত ছয়টি জখম হয়।
গত রবিবার ভোরের দিকে মহারাষ্ট্রের থানে জেলা থেকে ৩০ বছর বয়সী ওই বাংলাদেশিকে গ্রেপ্তার করে পুলিশ। মুম্বাইয়ের বান্দ্রায় ডাকাতির উদ্দেশে সাইফ আলি খানের বাড়িতে গভীর রাতে হানা দেয়ার তিন দিন পর তাকে গ্রেপ্তার করা হয়।