×

বলিউড

কারিনাকে ‘মাতাল’ বলে সমালোচনা, জবাব দিলেন টুইঙ্কল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ১২:৩৭ পিএম

কারিনাকে ‘মাতাল’ বলে সমালোচনা, জবাব দিলেন টুইঙ্কল

তার মতে স্বামীদের যে কোনো বিষয়ে দোষ দেয়া হয় স্ত্রীকে। ছবি : সংগৃহীত

   

বান্দ্রার নিজ বাড়িতে দুষ্কৃতকারী কর্তৃক হামলার শিকার হন সাইফ আলী খান। ছয়বার ছুরিকাঘাতের ফলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে চিকিৎসা দেয়া হয়। তবে ঘটনার দিন গুরুতর আহত হলেও সাইফের সঙ্গে হাসপাতালে যাননি তার স্ত্রী কারিনা কাপুর খান। 

পুলিশকে দেয়া বক্তব্যে নায়ক জানিয়েছেন, সে রাতে তিনি এবং তার স্ত্রী কারিনা কাপুর ছিলেন শোয়ার ঘরে। হঠাৎই ছোট ছেলের কান্নার শব্দ পান। কিন্তু সামাজিক মাধ্যমে এই ঘটনা নিয়ে নানা কথা চলছে গত সপ্তাহ ধরে। এরইমধ্যে সমালোচকরা বলতে থাকেন, সে রাতে নাকি মদ্যপ ছিলেন কারিনা; যে কারণে সাইফকে সাহায্য করতে পারেনিনি তিনি!

জানা গেছে, ঘটনার আগের রাতে নিজের বান্ধবীদের সঙ্গে হাউজ পার্টি করছিলেন কারিনা। সেখানে উপস্থিত ছিলেন কারিশমা কাপুর। সোনম কাপুর ও রিয়া কাপুর। পার্টি হয়েছিল সোনমের বোন রিয়ার বাড়িতে। সে রাতে পার্টির বেশ কিছু ছবিও সামাজিক মাধ্যমে ভাগ করে নেন কারিনা-কারিশমা দুজনেই। বাড়ি ফিরতে না ফিরতেই মধ্যরাতে অঘটন। অনেকেরই ধারণা সে রাতে মদ্যপ ছিলেন কারিনা। আর সে কারণে স্বামীকে হাসপাতালে নিয়ে যেতে পারেননি। বরং তার বড় ছেলে, আট বছরের তৈমুর নিয়ে যায় বাবাকে। কেউ কেউ আবার বলছেন, ঘটনার সময় নাকি বাড়িতেই ছিলেন না কারিনা।

এবার কারিনার প্রসঙ্গে সমালোচকদের একহাত নিলেন বলিউড অভিনেত্রী ও চলচ্চিত্র প্রযোজক টুইঙ্কল খান্না।

আরো পড়ুন : সাইফের ওপর হামলার সিসিটিভি ফুটেজের ব্যক্তি ভিন্ন: গ্রেপ্তার শরিফুলের বাবা

তিনি বলেন,‘দিন কয়েক আগে সাইফ আলি খানের ওপর হামলা চালানো হয়। এরপর অনেকেই এখন আরো বেশি করে সচেতন হয়েছেন। এ ঘটনায় পুলিশ ইতোমধ্যেই অপরাধীকে গ্রেপ্তার করেছে। তবে সাইফ যখন হাসপাতালে, তখন হাস্যকর কিছু গুজব ছড়িয়ে পড়ে হামলার সময়- তার স্ত্রী নাকি বাড়িতে ছিলেন না। তিনি এতটাই নেশাগ্রস্ত ছিলেন যে স্বামী সাহায্য করার পরিস্থিতিতে ছিলেন না। যেহেতু কোনো প্রমাণ নেই, তাই এই ভিত্তিহীন কথা থামানো যায়নি। আসলে স্ত্রীর ওপর দোষ চাপিয়ে লোকে আনন্দ পায়।’

তার মতে স্বামীদের যে কোনো বিষয়ে দোষ দেয়া হয় স্ত্রীকে। একমাত্র দোষারোপ করার সময় স্ত্রীদের ১ নম্বরে রাখা হয় বলেই মনে করেন টুইঙ্কল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App