×

বলিউড

অভিষেকের জন্মদিনে ঐশ্বরিয়ার পোস্ট, যা লিখলেন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৫৫ এএম

অভিষেকের জন্মদিনে ঐশ্বরিয়ার পোস্ট, যা লিখলেন

অভিষেকের জন্মদিনে ঐশ্বরিয়ার শুভেচ্ছা বার্তায় খুশি তাদের অনুরাগীরা। ছবি : সংগৃহীত

   

বহুদিন ধরেই শোনা যাচ্ছে অভিষেক বচ্চন এবং ঐশ্বরিয়া রাই এর বিবাহবিচ্ছেদের গুঞ্জন। যদিও এ বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্যই করেননি তারকা দম্পতি। এদিকে এই গুঞ্জনের মাঝেই মধ্যে বুধবার (৫ ফেব্রুয়ারি) ৪৯-এ পা রেখেছেন জুনিয়র বচ্চন।

অভিষেককে ৪৯তম জন্মদিনে আদুরে শুভেচ্ছা জানিয়েছেন সাবেক এই বিশ্ব সুন্দরী'। কী লিখেছেন তিনি? জুনিয়র বচ্চনের ছেলেবেলার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অভিনেত্রী। যেখানে ছোট্ট অভিষেককে ট্রাইসাইকেল চালাতে চালাতে ক্যামেরার পোজ দিতে দেখা যাচ্ছে।

পোস্টের ক্যাপশানে ঐশ্বরিয়া লেখেন, ‘জন্মদিনের অনেক শুভেচ্ছা। ঈশ্বর তোমার মঙ্গল করুন, সুখ, সুস্বাস্থ্য, ভালোবাসা ও আর আলোক উজ্জ্বল জীবন দিক।’

আরো পড়ুন : ঐশ্বরিয়া কন্যাকে নিয়ে ভুল খবরে গুগলকে আইনি নোটিশ

এদিকে অভিষেকের জন্মদিনে ঐশ্বরিয়ার শুভেচ্ছা বার্তায় খুশি তাদের অনুরাগীরা। অনেকেই প্রশ্ন করেছেন, ‘নিন্দুকেরা কোথায় গেলে? যারা বিবাহবিচ্ছেদের খবর ছড়াচ্ছিলেন। এক অনুরাগী পোস্টের নিচে লেখেন, ‘আপনিই সবচেয়ে দয়ালু এবং করুণাময় রানি। আমরা আপনাকে ভালবাসি ঐশ্বরিয়া’। অন্য একজন লিখেছেন, ‘যারা বিবাহবিচ্ছেদের কথা বলছিলেন তারা কোথায়? কারোর মন্তব্য করেছেন, ‘ওদের জীবনে যাই ঘটুক না কেন, ওদের মতো লোকজন বিশেষত মহিলারা সবসময় নিজের উদারতা বজায় রাখেন।’

২০২৪ সালের জুলাই মাসে অনন্ত আম্বানির প্রাক-বিবাহ অনুষ্ঠানের সময় থেকেই শুরু হয়েছিল ঐশ্বরিয়া রাই-এর সঙ্গে বচ্চন পরিবারের মধ্যে বিবাদের গুঞ্জন। এই গুঞ্জন ছড়িয়ে পড়ে যখন ঐশ্বরিয়া ও তার মেয়ে আরাধ্যা অভিষেককে ছাড়াই বিভিন্ন অনুষ্ঠানে যাওয়া শুরু করেছিলেন। ঐশ্বরিয়া, আরাধ্যা অভিষেকের সঙ্গে না থাকলেও অমিতাভ ও জয়া বচ্চন, শ্বেতা বচ্চন নন্দা, অমিতাভের নাতি অগস্ত্য নন্দা ও নাতনি নভ্যা নাভেলিসহ বচ্চন পরিবারের বাকি সদস্যরা একসঙ্গেই উপস্থিত ছিলেন।

এরপরেও বিভিন্ন অনুষ্ঠানে অভিষেককে ছাড়াই দেখা গিয়েছে অভিনেত্রীকে। এমনকি অভিনেত্রী বচ্চন বাড়ি ছেড়ে মায়ের কাছে থাকছেন বলেও জানান যায়। এরপর অভিষেক ও তার পরিবার ঐশ্বরিয়ার জন্মদিনের শুভেচ্ছা না জানালে বিচ্ছেদের গুঞ্জন আরো জোরালো হয়। এমনকি অভিষেকের সঙ্গে নিমরত কৌরের প্রেমের গুঞ্জনও ছড়িয়ে পড়ে। তবে তারকা দম্পতি ছিলেন 'স্পিকটি নট'।

২০০৭ সালে গাঁটছড়া বাঁধেন ঐশ্বরিয়া ও অভিষেক। ২০১১ সালের ১৬ নভেম্বর জন্ম নেয় তাদের মেয়ে আরাধ্যা।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আমলাতান্ত্রিক প্রক্রিয়া সহজ ও গতিশীল করার সুপারিশ

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

আওয়ামী লীগের সাবেক এমপি ছানোয়ারসহ ৩ নেতা রিমান্ডে

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

অপারেশন ডেভিল হান্ট : সারাদেশে আরো ৫২৯ জন গ্রেপ্তার

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

হত্যা মামলায় মেনন, ইনু,ফারজানা ও শাকিল রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App