চিকিৎসকদের মানবতার কল্যাণে কাজ করার আহ্বান

কাগজ প্রতিবেদক
প্রকাশ: ২৩ মার্চ ২০২০, ১২:১২ পিএম

বিএমএ ও স্বাচিপের সভা
করোনা ভাইরাসে জাতি আজ আতঙ্কগ্রস্থ। স্বাস্থ্য সেবা কর্মীদের ভীত না হয়ে মানবতার কল্যাণে নিয়োজিত রাখার আহ্বান জানিয়েছে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নেতারা। সেই সঙ্গে তাদের ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে বিশেষ নজর দেয়ারও আহ্বান জানানো হয়েছে।
সোমবার (২৩ মার্চ) সকালে বিএমএ ভবনের শহীদ বা শামসুল আলম খান মিলনায়তনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ আহ্বান জানানো হয়। এসময় করোনা ভাইরাস পরিস্থিতি, চিকিৎসকদের নিরাপত্তা ও আগামী দিনের করণীয় শীর্ষক এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্য উপস্থাপন করেন বিএমএ'র সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন।
সংবাদ সম্মেলনে সাংবাদিকের এক প্রশ্নের উত্তরে জানানো হয়, এ পর্যন্ত একজন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত এবং চারজন হোম কোয়ারেন্টাইনে আছেন। তারা সবাই সুস্থ আছেন।